নিউজ ডেস্ক, ১২ ডিসেম্বর : তার নাচের জাদুতে ভর করে বাজিমাত করে সিনেমা। শুধুমাত্র নৃত্য শৈলী তাই নয় পরিচালক হিসেবেও বেশ প্রতিষ্ঠা নাম রেমো ডিসুজা। এবারে শুক্রবার আচমকাই হৃদরোগে আক্রান্ত হন তিনি। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এই বিখ্যাত পরিচালক তথা কোরিওগ্রাফার কে।
এবিসিডি, এবিসিডি ২, এ ফ্লাইং জাট থেকে শুরু করে বিখ্যাত সিনেমা পরিচালনা করেছেন রেমো। পাশাপাশি সিনেমা জগতে তিনি কোরিওগ্রাফার হিসেবে পরিচিত। বলিউডের বেশ কয়েকটি গানের কোরিওগ্রাফি তার অনবদ্য সৃষ্টি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পরিচালকের হৃদযন্ত্রে সমস্যা রয়েছে। চিকিৎসকেরা সচেষ্ট হয়েছেন তার চিকিৎসা করাতে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন। তবে পরবর্তী কয়েক ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ তার কাছে।কোরিওগ্রাফার হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে রেমোর। জিরো, বজরঙ্গি ভাইজান, কিক সহ একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। পাশাপাশি ঝালাক দিক লা জা, ডান্স ইন্ডিয়া ডান্স প্রভৃতি শো এ বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি। তবে তার দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় প্রার্থনা জানিয়েছেন তার অনুরাগীরা।