নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২৫ অক্টোবর : রায়গঞ্জের মিলন পাড়া এলাকা থেকে একটি হলুদ রংয়ের বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করল রায়গঞ্জ পিপলস ফর অ্যানিম্যালের সদস্যরা। সংগঠনের পক্ষে অজয় সাহা বলেন,রায়গঞ্জের মিলন পাড়ার একটি বাড়িতে ওই কচ্ছপটি রাতের অন্ধকারে নর্দমার জল দিয়ে বাড়িতে প্রবেশ করলে বাড়ির লোকেরা আমাদের খবর দেন।
খবর পেয়েই আমরা ততড়িঘড়ি গিয়ে কচ্ছপটিকে উদ্ধার করি।খবর দেওয়া হয় বন দপ্তরকেও। উদ্ধার হওয়া এই বিরল প্রজাতির কচ্ছপটি ইন্ডিয়ান সফটসেইল টারটেইল নামে পরিচিত। রবিবার কুলিক ফরেষ্টে কচ্ছপটিকে ছেড়ে আসা হয়।