রায়গঞ্জ শহর এলাকার করোনা আপডেট

নিউজ ডেস্ক,রায়গঞ্জ :  শনিবার অর্থাৎ ১২ ই সেপ্টেম্বর পর্যন্ত রায়গঞ্জ পুর এলাকায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৪০৭ । পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন ” শনিবার পুর এলাকায় ৫ জনের সংক্রমণ ধরা পড়েছে। একনজরে দেখে নিন ওয়ার্ড ভিত্তিক আক্রান্তের সংখ্যা।
১৬নম্বর ওয়ার্ডে -০২জন।
১০-নম্বর ওয়ার্ডে -০১
০৯- নম্বর ওয়ার্ডে -০১
১৯-নম্বর ওয়ার্ডে -০১

উল্লেখ্য রাজ্য স্বাস্থ দপ্তরের বুলেটিন অনুযায়ী ১২-ই সেপ্টেম্বর পর্যন্ত উত্তর দিনাজপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৭৭৩। বুলেটিন অনুযায়ী নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ৩৫. আজ পর্যন্ত -২৭ জনের মৃত্যু হয়েছে জেলায়।

যারা কোভিড যোদ্ধা হিসেবে কাজ করছেন তাঁদের সম্মান করুন। কোভিড আক্রান্তদের প্রতি মানবিক দৃষ্টিকোন গড়ে তুলুন।

Next Post

ভারতের মাটি ছুঁতে চলেছে অত্যাধুনিক এয়ার ইন্ডিয়া ওয়ান

Sun Sep 13 , 2020
নিউজ ডেস্ক, ১৩ সেপ্টেম্বর : খুব শীঘ্রই দেশের মাটি ছুঁতে চলেছে অত্যাধুনিক বিমান “এয়ার ইন্ডিয়া ওয়ান”  (Air India One)। এই বিমানে করেই দেশ, বিদেশে উড়ে বেড়াবেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ( Narendra Modi ),  রাষ্ট্রপতি রামানন্দ কোবিন্দ (Ramananda Kobinda) ও উপরাষ্ট্রপতি বেংকাইয়া নাইডু  (Benkaiah Naidu)। সূত্রের খবর এধরনের দুটি বিমান […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম