নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১০ নভেম্বর : সমাজবিরোধী দৌরাত্ম্য রুখতে রায়গঞ্জের সমস্ত মাঠে আলোর ব্যবস্থা করেছে রায়গঞ্জ পৌরসভা। উল্লেখ্য রায়গঞ্জ শহরের বেশ কয়েকটি খেলার মাঠ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য টাউন ক্লাব,মার্চেন্ট ক্লাব, বিধাননগর মাঠ সহ একাধিক ছোটখাট মাঠ আছে। সকাল ও বিকালে মূলত এই মাঠ গুলি খেলাধুলো ও শরীরচর্চার জন্যে ব্যবহৃত হলেও সন্ধ্যা নামার পর অন্ধকারের সুযোগ নিয়ে এই মাঠগুলি হয়ে উঠত সমাজবিরোধীদের আখড়া। চলত দেদার মদ্যপান ও অসামাজিক কাজকর্ম।
যার ফলে সাধারণ মানুষেরা মাঠে যেতে পারতেন না। বিষয়টি পৌরসভার নজরে আসার পরই রায়গঞ্জ শহরের সমস্ত মাঠ আলোকিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
রায়গঞ্জের এক বাসিন্দা জানিয়েছেন, সন্ধ্যার পর মাঠগুলো সমাজবিরোধীদের দখলে চলে যেতে। ফলে সাধারন মানুষ মাঠ গুলোতে শরীর চর্চা করতে পারতেন না। বিষয়টি পৌরসভার নজরে আনা হয়। ধাপে ধাপে পৌরসভা রায়গঞ্জের সমস্ত মাঠ গুলোতে ঝা চকচকে আলোর ব্যবস্থা করে দিয়েছে। এই আলোর ব্যবস্থা হওয়ায় বাসিন্দারা নিজের কর্মসংস্থান সেরে বাড়িতে ফিরে রাতেও অনায়াসে মাঠে গিয়ে শরীর চর্চা করতে পারছেন।রায়গঞ্জ পৌরসভার উপ-পৌরপতি অরিন্দম সরকার জানান, সাধারন মানুষের আবেদনে সাড়া দিয়ে রায়গঞ্জ পৌরসভার তরফে শহরের সমস্ত মাঠ গুলোতে আলোর ব্যবস্থা করা হয়েছে। শুধু মাঠ নয়, মাঠে যাবার রাস্তাও আলো দিয়ে সুসজ্জিত করা হয়েছে। যার ফলে সমাজবিরোধীরা এলাকা ছাড়া হয়েছে ও সাধারন মানুষের জন্য মাঠগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে।মাঠে আলোর ব্যবস্থা হওয়ায় সন্ধ্যের পরও শরীর চর্চায় ক্ষেত্রে বিশেষ সুবিধা হয়েছে ফলে খুশী রায়গঞ্জের বাসিন্দারা।