নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ, ১৯ অক্টোবর : গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল এক কো-অপারেটিভ সোসাইটির এজেন্টের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের রাসবিহারী মার্কেট সংলগ্ন এলাকায়। জানা যায়, অভিযুক্ত ব্যক্তির নাম রজত সাহা।
সে শহরের রাসবিহারী মার্কেট এলাকার বাসিন্দা৷ অভিযুক্ত ব্যক্তি রায়গঞ্জ পিপল্ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড নামে এক ব্যাঙ্কের এজেন্ট হিসেবে কর্মরত। ওই ব্যাক্তি স্থানীয় এলাকার প্রায় ১০০ টি পরিবারের টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ। এই মর্মে রবিবার রাতে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ জমা করেছেন গ্রাহকরা।
যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত রজত সাহা। প্রতারিত গ্রাহকদের মধ্যে বীণা দাস বলেন, আমার প্রায় ২ লক্ষ জমানো টাকার ম্যাচিউরিটি গত মাসে শেষ হয়ে যায়। আমি টাকা ফেরত চাওয়ায় আজ দেবো কাল দেবো করে রজত সাহা বারবার ঘোরাচ্ছিল। অবশেষে সোমবার সকালে রাসবিহারী মার্কেটে তার বাড়িতে গিয়ে তার প্রতিবেশীদের থেকে জানতে পারি সে পলাতক। আমি দ্রুত এই বিষয়ে প্রশাসনিক পদক্ষেপের দাবি জানাচ্ছি। এদিন সকালে প্রায় ৪০-৫০ জন গ্রাহক অভিযুক্তের গ্রেফতারের দাবীতে রায়গঞ্জ থানায় জমায়েত হয়। রায়গঞ্জ থানার পুলিশ ঘটনার বিস্তারিত বিবরণ নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।