নিউজ ডেস্ক , ২৭ নভেম্বর : বিহার বিধানসভা নির্বাচনে ভরাডুবি হলেও এবার কংগ্রেসের নজর বাংলা দিকে। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে রাজ্য কংগ্রেসের সাংগঠনিক শক্তি যাচাই করতে শুক্রবার প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, জিতেন প্রসাদ সহ অন্যান্য নেতৃত্বর। উল্লেখ্য বিধানসভা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে দুই যুযুধান তৃণমূল ও বিজেপি। ক্ষমতা ধরে রাখতে যখন মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল তখন ক্ষমতায় আসতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিজেপিও। বিজেপি নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই রাজ্য সফর করে গিয়েছেন। সামনের মাসে প্রথম সপ্তাহে আসার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডারও। ফলে নির্বাচনে জিততে তৃণমূল-বিজেপি যখন পুরোদমে ঝাঁপিয়ে পড়েছে, তখন কংগ্রেসও ঘর গোছাতে তৎপর হয়েছে। কোন জেলায় কংগ্রেসের কি রকম সাংগঠনিক শক্তি রয়েছে এবং পরিস্থিতি কতটা অনুকূল তা প্রদেশ নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার পরেই শুরু হবে কংগ্রেসের নির্বাচনী রণকৌশল। পাশাপাশি আসন সমঝোতা সহ অন্যান্য বিষয়ে সিপিআইএমের আলোচনা কতদূর হয়েছে তা নিয়েও আলোচনা হবে বলে সূত্রের খবর।