নিউজ ডেস্ক, ১৪ ডিসেম্বর : কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে টানা ১৯ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন পাঞ্জাব ও হরিয়ানার কৃষকেরা। এই পরিস্থিতিতে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াতে পদত্যাগ করলেন পাঞ্জাব পুলিশের ডিআইজি (কারা) লখমিন্দর সিং ঝাখর। তিনি রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারিকে রবিবার চিঠি লিখে জানিয়েছেন, কৃষি আইনের প্রতিবাদে কৃষক ভাইদের পাশে দাঁড়াতে তিনি আগাম অবসর নিচ্ছেন।
স্বাভাবিকভাবেই এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে পাঞ্জাবের পাশাপাশি দিল্লিতেও৷ লখমিন্দর সিং ঝাখরের অভিযোগ, দীর্ঘদিন ধরে চাষিরা আন্দোলন করছেন। তাঁদের সমস্যার কথা কেউ শুনছে না। পুলিশের চাকরিতে থেকে তিনি প্রতিবাদের পাশে থাকতে পারছেন না। নিয়ম অনুসারে পদ ছাড়তে গেলে তিনমাসের আগাম নোটিশ দিতে হয়। তার আগে কেউ পদ ছাড়লে তাঁকে তিনমাসের টাকা জমা দিতে হয়। তিনি তা দিতে রাজি। তিনি নিজে চাষির ছেলে। এখনও তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়নি।