নিজস্ব সংবাদদাতা , রতুয়া, ০৭ ডিসেম্বর : গ্রামের রাস্তা মেরামত করা, রাস্তার ওপর থাকা ইলেকট্রিক পোল সরানো, এলাকায় রাস্তার কাজ থেকে শুরু করে ১০০ দিনের কাজ না পাওয়া সহ ১০ দফা দাবির ভিত্তিতে ৮১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ৫ টি গ্রামের বাসিন্দারা। সোমবার সকালে এ ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া দু’নম্বর ব্লকের পরানপুর পঞ্চায়েতের ঈদগাহ মোড়ের পার্শ্ববর্তী এলাকায়।
এঘটনায় বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে মালদা-চাচোল ৮১ নম্বর জাতীয় সড়ক। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুখুরিয়া থানার পুলিশ। রতুয়া দু’নম্বর ব্লকের বিডিও সোমনাথ মান্নার আশ্বাসে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। চুনাখালী গ্রামের বাসিন্দা আবদুল বাসের অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে চুনাখালি গ্রামের রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। পাশাপাশি এলাকার শতাধিক কৃষক ওই রাস্তা দিয়ে ফসল ঘরে নিয়ে যায়। বিভিন্ন মরশুমে ওই রাস্তা দিয়ে চলাচল করতে বিপাকে পড়েন এলাকার কৃষকেরা। এসব সমস্যার দাবি নিয়ে একাধিকবার পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। এলাকাবাসীদের আরও অভিযোগ, এলাকার ৬০ বছরের ঊর্ধ্বে বয়স্কদের বার্ধক্য ভাতা এখনো অধরা। ভাতার জন্য আবেদন করলেই কাটমানি চাওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। আবাস যোজনার ঘর পাইয়ে দিতেও একই হয়রানির শিকার হতে হচ্ছে এলাকার খেটে খাওয়া মানুষদের। পঞ্চায়েতের তরফে ১০০ দিনের প্রকল্পের কাজও মিলছে না এলাকার বাসিন্দাদের। যদিও এবিষয়ে প্রধান শেখ সাদ বলেন, এলাকায় রাস্তার কাজের পাশাপাশি ১০০ দিনের কাজও চলছে। যে কয়েকজন উপভোক্তা কাজের জন্য আবেদন করেছিলেন তারাও কাজ পাবে।