সাইকেল মেরামতের দোকান থেকে উদ্ধার নিষিদ্ধ কফ সিরাপ, ধৃত এক

নিজস্ব সংবাদদাতা , করণদিঘি , ১৫ অক্টোবর :   সাইকেল মেরামতের দোকান থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ বাজেয়াপ্ত করল উত্তর দিনাজপুরের করণদিঘি থানার পুলিশ। এঘটনায় ওই সাইকেল মেরামতের দোকানের মালিককে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে দীর্ঘদিন ধরে করণদিঘি বিকোর এলাকায় পুলিশের চোখে ধুলো দিয়ে বিক্রি হচ্ছিল নিষিদ্ধ কফ সিরাপ। সেই নিষিদ্ধ কফ সিরাপের নেশায় মত্ত হয়ে পড়ছিল স্থানীয় যুবকেরা। অবশেষে এই কফ সিরাপের কারবারিদের ধরতে উদ্যত হয় পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে করণদিঘি থানার অন্তর্গত বিকোরের এক সাইকেল মেরামতের দোকানে অভিযান চালায় পুলিশ। বাজেয়াপ্ত করা হয় ২০৫ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ৷ এঘটনায় ওই কারবারি তথা দোকানের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের অনুমান ওই এলাকায় মাদক সেবনের ঘটনা কমে আসার পাশাপাশি এই অঞ্চলে অপরাধ হ্রাস করবে।

Next Post

স্বরাষ্ট্রমন্ত্রীকে পেছনে ফেলে এবছর সম্পত্তি বাড়লো প্রধানমন্ত্রীর

Thu Oct 15 , 2020
নিউজ ডেস্ক , ১৫ অক্টোবর :   গতবছরের তুলনায় সম্পত্তি বাড়লো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীর দফতরের পেশ করা পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে এই তথ্য। পিএমও সুত্রে জানা গিয়েছে, ২০২০সালের ৩০শে জুন অব্দি প্রধানমন্ত্রী মোদীর সম্পত্তি ছিল ২.৮৫কোটি টাকার। তবে গতবছর তার সম্পত্তির পরিমাণ ছিল ২.৪৯ কোটি টাকা। অর্থাৎ এবছর তার সম্পত্তি […]

আপনার পছন্দের সংবাদ