নিজস্ব সংবাদদাতা , করণদিঘি , ১৫ অক্টোবর : সাইকেল মেরামতের দোকান থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ বাজেয়াপ্ত করল উত্তর দিনাজপুরের করণদিঘি থানার পুলিশ। এঘটনায় ওই সাইকেল মেরামতের দোকানের মালিককে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে দীর্ঘদিন ধরে করণদিঘি বিকোর এলাকায় পুলিশের চোখে ধুলো দিয়ে বিক্রি হচ্ছিল নিষিদ্ধ কফ সিরাপ। সেই নিষিদ্ধ কফ সিরাপের নেশায় মত্ত হয়ে পড়ছিল স্থানীয় যুবকেরা। অবশেষে এই কফ সিরাপের কারবারিদের ধরতে উদ্যত হয় পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে করণদিঘি থানার অন্তর্গত বিকোরের এক সাইকেল মেরামতের দোকানে অভিযান চালায় পুলিশ। বাজেয়াপ্ত করা হয় ২০৫ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ৷ এঘটনায় ওই কারবারি তথা দোকানের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের অনুমান ওই এলাকায় মাদক সেবনের ঘটনা কমে আসার পাশাপাশি এই অঞ্চলে অপরাধ হ্রাস করবে।