নিউজ ডেস্ক , ১৮ অক্টোবর : শিশু দিবসের প্রাক্কালে ১৩ নভেম্বর অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে রাজকুমার রাও অভিনিত “ছালাঙ”। ইতিমধ্যেই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। হানসাল মেহতা পরিচালিত কমেডি এই ছবিতে একজন পিটি শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন রাজকুমার রাও। যিনি খেলাধুলাকে খুব বেশি গুরুত্ব দেননি। কিন্তু কিভাবে খেলাধুলার মধ্যে গভীর ভাবে জড়াতে হল তাকে সেই নিয়েই হাস্যকৌতুক ভরা এই ছবি।
হরিয়ানাতে স্কুলিং অভিনেতা রাজ কুমার রাও এর। তাই একজন পিটি শিক্ষকের উচ্চারণ, আদবকায়দা আয়ত্ত করতে গিয়ে নস্টালজিক হয়ে পরেন তিনি। এই সিনেমার মাধ্যমে মানুষ শারীরিক প্রশিক্ষণের গুরুত্ব বুঝতে পারবে বলে জানান তিনি। অজয় দেবগন, লভ রঞ্জন, অঙ্কুর গর্গ প্রযোজিত ছবিটিতে নূসরত ভরুচা, সৌরভ শুক্লা, সতীশ কৌশিক, ইলা অরুন প্রমুখ অভিনয় করেছেন।ছবিটি শিশুদের নিয়ে হলেও প্রাপ্তবয়স্করাও উপভোগ করতে পারবেন এর গল্প। স্পোর্টস নিয়ে তৈরি ছবিতে সাধারণত জাতীয় দল এবং বড় ইভেন্ট থাকে তবে তাদের উৎপত্তি যে স্কুল স্তর থেকে সে সম্পর্কে হয়ত সেভাবে বলা হয় না। পি টি মাস্টার মশাই নিয়ে এই ধরনের ছবি মন কাড়বে দর্শকদের সেই আশা রাখেন ছবির নির্মাতারা।