মানসিক ভারসাম্যহীন যুবককে বাড়ি ফেরালো পুলিশ

নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ , ০১ ডিসেম্বর : বিহারের ভাগলপুরে বাসিন্দা এক মানসিক ভারসাম্যহীন যুবককে ঘরে ফেরাল হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, ওই যুবকের নাম চন্দন কর্মকার। বয়স ৩৫ বছর।

সোমবার রাতে হেমতাবাদ বাজার এলাকায় ওই যুবককে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখে হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ কথা বলে বুঝতে পারে ওই যুবক মানসিক ভারসাময়হীন। তাকে হেমতাবাদ থানায় নিয়ে এসে ওই যুবকের বাড়িতে খবর দেওয়া হয়।
মঙ্গলবার বিকেলে ওই যুবককে তার পরিবারের হাতে তুলে দেয় হেমতাবাদ থানার পুলিশ। পরিবার সুত্রের জানা গিয়েছে, ওই যুবক মানসিক ভারসাম্যহীন হওয়ায় তার চিকিৎসা চলছে। কিছুদিন আগেই সে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। হেমতাবাদ থানার পুলিশের তৎপরতায় যুবককে ফিরে পেয়ে খুশি পরিবারের সদস্যরা।

Next Post

দুটি বাইকে মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম এক বাইকারোহী, স্থানান্তর মালদা মেডিক্যাল কলেজে

Tue Dec 1 , 2020
নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ০১ ডিসেম্বর : দুটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হল এক বাইকারোহী।মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ দূর্ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের চাঁচলগামী জাতীয় সড়কে ভবানীপুর ব্রিজ মোড়ে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, আহত বাইক আরোহীর নাম আব্দুল‌ বারি। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা […]

আপনার পছন্দের সংবাদ