নিজস্ব সংবাদদাতা , গাজোল , ১২ অক্টোবর : ট্রাক ছিনতাইয়ের অভিযোগ করতে এসে ড্রাইভার ও খালাসীর কথায় অসঙ্গতি পেয়ে তাদের গ্রেফতার করল পুলিশ। পুলিশ সুত্রের খবর, শনিবার রাতে ট্রাকে করে একটি নামী কোম্পানির ব্যাটারি হাওড়া থেকে গোয়াহাটি নিয়ে যাওয়ার সময় গাজোলের রেলওভার ব্রিজের কাছে ট্রাকটি ছিনতাই করা হয় বলে অভিযোগ।
এরপর ওই ট্রাকের ড্রাইভার ও খালাসী গাজোল থানায় অভিযোগ করতে এলে তাদের কথায় অসঙ্গতি লক্ষ্য করেন ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা।
এরপর তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, তারাই জোরসাজোস করে এই ছিনতাইয়ের ঘটনা ঘটায়। এরপর পুলিশ অভিযুক্তদের দেওয়া তথ্য অনুযায়ী কালিয়াচক এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে ৭৬১ টি ব্যাটারি ও গাজলের ময়না এলাকা থেকে চুরি যাওয়া ট্রাকটি উদ্ধার করে। ঘটনার জড়িত থাকায় আরো দুজনকে গ্রেফতার করে গাজোল থানার পুলিশ। জানা যায়, অভিযুক্ত গাড়ির চালকের নাম আলম শেখ, খালাসী মনিরুল শেখ এরা ঝারখন্ডের বাসিন্দা। এছাড়াও কালিয়াচক থানা এলাকার মহেশপুর থেকে রেজাউল শেখ ও পিরোজপুরে এলাকার মোহাম্মদ নাসির উদ্দিন শেখকে গ্রেফতার করে পুলিশ। সোমবার অভিযুক্তদের মালদা জেলা আদালতে পেশ করা হয়। তবে ঘটনার সাথে আর কারা যুক্ত রয়েছে তার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।