নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ১৮ অক্টোবর : রবিবার মালদা জেলার মানিকচক থানার বিভিন্ন পুজো মণ্ডপের প্রস্তুতি খতিয়ে দেখলেন মানিকচক থানার পুলিশ আধিকারিকেরা। এদিন পুজো মণ্ডপে গিয়ে পুলিশ আধিকারিকেরা কথা বলেন পুজো কমিটির কার্যকর্তাদের সাথে।
করোনা সংক্রমণ রুখতে পুজোর সময়ে বিভিন্ন পুজো মণ্ডপে সরকারী বিধিনিষেধ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন প্রশাসনিক আধিকারিকেরা। এদিনের পরিদর্শক দলে উপস্থিত ছিলেন রতুয়া সার্কেল অফিসার রণবীর কুমার বাগ, মানিকচক থানার ওসি গৌতম চৌধুরী, ভূতনি থানার ওসি পবিত্র মাহাতো সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। উল্লেখ্য করোনা কালীন সময়ে পুজো প্রস্তুতির খোঁজ খবর নিতে সকাল থেকেই পুজো প্রস্তুতির খোঁজ খবর নিতে সকাল থেকেই পরিদর্শনে বেড়িয়ে পড়েন পুলিশ আধিকারিকেরা। এদিন মানিকচক থানা এলাকার বেশ কিছু পুজো কমিটির পুজোপ্রস্তুতির খোঁজ নেন মানিকচক থানার পুলিশ আধিকারিকেরা। করোনা কালীন সময়ে শেষ মুহুর্তের প্রস্তুতি পরিদর্শন করেন তারা। কথা বলেন পুজো কমিটির কার্য কর্তাদের সাথে। করোনা আবহের মধ্যে খোলামেলা মণ্ডপ, পুজোয় অনেকবার অঞ্জলির ব্যবস্থা করা, প্রবেশ ও প্রস্থানের পথ আলাদা আলাদা করা সহ রাজ্য সরকারের বিভিন্ন স্বাস্থ্যবিধি ও সরকারী বিধিনিষেধ মেনে চলার বার্তা দেন পুজো কমিটির সদস্যদের।