নিজস্ব সংবাদদাতা , মালদা , ২৮ মার্চ : বেআইনিভাবে মদের কারবারের অভিযোগে দুজনকে গ্রেফতার করলো পুকুরিয়া থানার পুলিশ। রবিবার ভোরে পুকুরিয়ার মির্জাদপুর এবং পীরগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
রবিবার ধৃতদের চাঁচোল মহকুমা আদালতে পেশ করে পুকুরিয়া থানার পুলিশ। উল্লেখ্য, দোল উৎসবের আগে বিশেষ অভিযান চালিয়ে বেআইনিভাবে মদের কারবারের অভিযোগে দুজনকে গ্রেফতার করে পুকুরিয়া থানার পুলিশ। কয়েকশো বোতল দেশী এবং বিদেশী কোম্পানীর মদ সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। রবিবার ভোরে পুকুরিয়ার মির্জাদপুর এবং পীরগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের নাম ভাগীরথ মাহাতো এবং মানিক কর্মকার। তাদের বাড়ি পুকুরিয়া থানা এলাকাতেই। পুলিশ সূত্রে জানা যায়, দোল উৎসব শান্তিপূর্ণ করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে পুকুরিয়া থানার পুলিশ। ওসি গৌতম চৌধুরীর নেতৃত্বে রবিবার ভোরে বিভিন্ন এলাকায় চলে তল্লাসি অভিযান। অভিযান চলাকালীন পুকুরিয়া থানার মির্জাদপুর এবং পীরগঞ্জ এলাকায় হানা দেয় পুকুরিয়া থানার পুলিশ। সেখান থেকে কয়েকশো বোতল দেশী এবং বিদেশী কোম্পানীর মদ সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার ধৃতদের চাঁচোল মহকুমা আদালতে পেশ করে পুকুরিয়া থানার পুলিশ।