নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ১৯ ডিসেম্বর : একই রাতে পৃথক দুটি জায়গায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের দুটি পৃথক পাড়ায়। এদিন রাতে দুর্গাপুর পঞ্চায়েত দপ্তরের এলাকায় একটি বেসরকারী পানীয় জলের সংস্থা থেকে তালা ভেঙে তিনটি মোটর পাম্প সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয় চোরের দল।
শনিবার সকালে সংস্থার মালিক অমরনাথ দে সেখানে এলে দেখতে পান দরজায় তালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। তিনি জানিয়েছেন, ব্যবসার কাজের মূল্যবান জিনিসপত্র সহ খোয়া গিয়েছে প্রায় চার লক্ষাধিক টাকার মূল্যবান জিনিসপত্র। অপরদিকে পার্শ্ববর্তী গ্রাম পশ্চিম সাঁকোডাঙ্গা গ্রামের বাসিন্দা প্রসাদ মোদক বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে জমিতে কাজ করতে গিয়েছিলেন। বিকেল নাগাদ তার স্ত্রী সন্ধ্যা মোদক বাড়ির গেটে তালা দিয়ে কিছু সময়ের জন্য স্বামীর কাছে গিয়েছিলেন। পরবর্তীতে সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে এসে তিনি দেখতে পান ঘরের তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। সন্ধ্যা দেবী জানিয়েছেন আলমারি ও অন্যান্য আসবাবপত্র ভেঙে ঘরে থাকা নগদ ৪৫,০০০ টাকা ও ৫ ভরি স্বর্ণ সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। অবিলম্বে এই ঘটনার সাথে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল ইটাহার থানার সদর পাওয়ার হাউস এলাকার অনিল চন্দ্র সরকারের বাড়িতে। একই সপ্তাহে তিনটি চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ইটাহার থানার পুলিশ আধিকারিকরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।