এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ডালখোলা থানার রানীগঞ্জ এলাকায়, ঘটনার তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদদাতা , ডালখোলা , ০৫ ডিসেম্বর : এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ডালখোলা থানার রানীগঞ্জ এলাকায়। জানা গিয়েছে, শনিবার সকালে রানীগঞ্জ এলাকার ৩৪ নং জাতীয় সড়কের পাশে থাকা একটি অর্জুন গাছের ডালে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান এলাকাবাসীরা।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সেখানে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডালখোলা থানার পুলিশ। এরপর পুলিশ ওই এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করে প্রথমে ডালখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। ডালখোলা থানার ওসি মনিজিত দাস জানান, রানীগঞ্জ এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃত ব্যক্তির পরিচয় জানতে খোঁজ করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Next Post

শাড়ি পড়ে জিমনাস্টিকের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়-নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন রায়গঞ্জের মিলি সরকারের

Sat Dec 5 , 2020
নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ০৫ ডিসেম্বর : পরনে আটপৌরে শাড়ি, আর সেই শাড়ি পড়েই গ্রামগঞ্জের রাস্তা, মাঠ,ঘাটে জিমনাস্টিকের নানান কসরত করে চলেছে এক কিশোরী। স্যোশাল মিডিয়ায় এই ভিডিও ব্যাপক ভাবে ভাইরাল হতেই শিরোনামে চলে এসেছে রায়গঞ্জের আব্দুলঘাটার বাসিন্দা মিলি সরকার। প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের। সংসারে অভাব থাকলেও আগামী দিনে জিমন্যাস্টিকসের […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম