নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২০ নভেম্বর : বাঁশ বাগান থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরের ইটাহার থানার চুড়ামণপুর এলাকার গৌরীপুরে। পুলিশ জানিয়েছে মৃত ওই যুবকের নাম আইনুদ্দিন খান(১৮)। মৃতের আত্মীয়-পরিজনদের বক্তব্য ওই যুবকের গলায় প্রচুর পরিমাণে মাটির ঢুকিয়ে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। কিভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকাতে।
বাঁশ বাগান থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরের ইটাহার থানার চুড়ামণ এলাকার গৌরীপুরে। পুলিশ জানিয়েছে মৃত ওই যুবকের নাম আইনুদ্দিন খান(১৮)। তার বাবা আখতার খান। দিন সাতেক আগে এলাকার কিছু যুবকের সঙ্গে তার গণ্ডগোল হয়েছিল। তারপরে শুক্রবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয় ওই এলাকা থেকে। মৃতের আত্মীয়দের অভিযোগ, কিছুদিন আগে আইনুদ্দিন জমিতে কীটনাশক বিছিয়ে ছিল। সেই কীটনাশক খেয়ে ওই এলাকার কয়েকটি মুরগি নাকি মারা যায়। এই ঘটনায় মুরগির মালিকরা তাঁর মাকে ধরে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। তাঁর মাকে গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। এই গন্ডগোলের ঘটনার প্রেক্ষিতে শুক্রবার সালিশি সভা ডাকা হয় গ্রামে। সেই সালিশি সভায় গিয়েছিল ওই যুবকের পরিবারের সদস্যরাও। তাঁরা সালিশি সভা থেকে ফিরে আইনুদ্দিনের মৃত্যুর দুঃসংবাদ পান। জানা গেছে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে একটি বাঁশঝাড়ে ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন গ্রামের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ। পরে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়। সেখানে এদিন দুপুরে ময়না তদন্ত হয় মৃত যুবকের৷ তাঁর আত্মীয়-পরিজনদের অভিযোগ, মৃত যুবকের গলায় প্রচুর মাটি ঢোকানো হয়েছে। মনে করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে খুন করেছে এলাকারই কিছু দুষ্কৃতী। কিভাবে ওই যুবকের মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ।