নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ২৫ নভেম্বর : ভোর রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল ঘর। সবকিছু হারিয়ে বিপর্যস্ত এক বৃদ্ধা। সোমবার ভোর রাতে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে চাঁচল ১ নং ব্লকের মহানন্দাপুর গ্রামপঞ্চায়েতের মল্লিকপাড়া গ্রামে। অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছেন স্বামী, সন্তানহীনা বছর ৬৫’র প্রৌঢ়া তসলিমা বেওয়া।আগুন দেখতে পেয়ে বৃদ্ধার চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা।
কোনো মতেই তাকে ঘর থেকে বের করে তারা। আগুনে সামান্য আহত ওই বৃদ্ধাকে প্রাথমিক চিকিৎসা করিয়েছেন স্থানীয়রা।তবে আগুন নেভাতে সক্ষম হলেও পুড়ে ছাই হয়েছে ঘরে মজুত খাদ্য দ্রব্য-আসবাব পত্র। স্থানীয়সুত্রে জানা গিয়েছে, তসলিমা বেওয়ার স্বামী মারা গিয়েছে ১৫বছর আগেই।সন্তানহীন ওই প্রৌঢ়া একাই জীবনযাপন করতেন। বাঁশের বেড়া দিয়ে টিনের ছাউনি দেওয়া ঘরে কাটাতেন। হাটতে চলতে পারেন না ঠিকমতো। নেই দেখা শোনা করার মত কেউ।গ্রামের মানুষ কারোও ইচ্ছা হলে একবেলার আহার পৌঁছে দিয়ে যায়।আগুনে ঘর বাড়ি খুইয়ে বিপাকে পড়েছেন তিনি।খোলা আকাশের নীচে দিন কাটাতে হচ্ছে তসলিমা বেওয়াকে।এলাকার বাসিন্দা মসিউর রহমান বলেন, প্রায় ৬৫ বছর বয়স হয়েছে তার। বাস্তভিটে ছাড়া আর কিছুই ছিলনা তার।বৃদ্ধভাতা পেলেও ঘর তৈরিতে সরকারি সাহায্য মিললে কিছুটা হলেও তার সমস্যার সুরাহা হবে। এবিষয়ে পঞ্চায়েত কতৃপক্ষকে উদ্যোগ নেওয়ার আবেদন জানিয়েছেন মসিউর রহমান। অন্যদিকে মহানন্দাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান গোপাল চৌধুরী জানান, ওই প্রৌঢ়ার ক্ষয়ক্ষতি নিয়ে ব্লক প্রশাসনকে জানানো হয়েছে। শীঘ্রই ত্রান সামগ্রী মিলবে। তবে আবাস যোজনার নতুন তালিকায় নাম রয়েছে কিনা তা দেখা হচ্ছে। না থাকলে বিডিওর সাথে আলোচনা করা হবে আবাস যোজনা নিয়ে।