নিউজ ডেস্ক ,২৩ই জানুয়ারিঃ পঞ্চমুখি হনুমান, আবার দেশনায়ক! শুনতে একটু অবাক লাগছে। লাগার-ই কথা। আসলে ভরতবর্ষের এটাই একমাত্র মন্দির যেখানে পঞ্চমুখি হনুমানের পাশাপাশি রাম সীতার সাথে দেবতারূপে পুজিত হয়ে আসছেন দেশ নায়ক নেতাজী সুভাষ চন্দ্র বসু। আর আজ তার ১২৭ তম জন্মদিন। কেবল নেতাজী নন, এই মন্দিরে রয়েছে মহত্মা গান্ধী এবং বিধান চন্দ্র রায়ের মুর্তিও। তাদেরও পুজো করা হয়ে থাকে। শোনা যায় পঞ্চমুখি হনুমান মন্দিরের প্রতিষ্ঠতা কারপার্তিজী মহারাজ। তিনি হনুমান ভক্তির পাশাপাশি ছিলেন স্বদেশী মনোভাবাপন্ন। সেকারণে এই দেশনায়কদের মুর্তি স্থাপন করেছিলেন। এদিন মন্দির কমিটির সদস্য দীপঙ্কর দত্ত বলেন, সারা ভারতে এটাই একমাত্র মন্দির যেখানে অন্যান্য দেবতার সাথে নেতাজীর পুজো করা হয়। সারা বছরই পুজো হয়ে থাকে, তবে আজ যেহেতু এই দেশ নায়কের জন্মদিন তাই বিশেষ পুজোর আয়োজন।এদিন সকালে নেতাজীর মুর্তিতে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানান মন্দিরের পুরোহিত অমিও দাস। এর পরে জন্মদিন উপলক্ষে পায়েস মিষ্টি উৎসর্গ করা হয়। মন্দির কমিটির পক্ষ থেকে জানান হয়েছে এই বিশেষ দিনটিতে নেতাজীকে পুজো দিতে প্রচুর লোকের সমাগম ঘটে। ঠিক কতো সালে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, তানিয়ে ইতিহাস গবেষকদের মধ্যে মতো দ্বিমত থাকলেও কারপার্তি মহারাজ যে স্বদেশী মনোভাবাপন্ন ছিলেন তা নিয়ে কোন সন্দেহ নেই। ইতিহাস গবেষকেরা বলেন স্বদেশী ভাবধারায় যৌবন কেটেছে কালপার্তি মহারাজের।পরে তিনি সন্ন্যাস নিয়ে কিছু দিন বার্নিষ এলাকায় থাকার পরে জলপাইগুড়ি এসে মাসকলাইবাড়ির ওই এলাকায় সাধনা শুরু করেন।মন্দিরের পুরোহিত অমিও দাস বলেন প্রতিবছর নেতাজীর জন্মদিনে বিশেষ পুজোর আয়োজন করা হয় এবারও তার ব্যতিক্রম হয়নি। সকালে পুজো করা হয়েছে।
আপনার পছন্দের সংবাদ
-
2 years ago
শিক্ষিকার পৌরহিত্যে বাগদেবীর আরাধনা
-
2 years ago
হিমঘরে হুড়োহুড়ি ! আলুর বন্ড নিতে গিয়ে পদপিষ্ট ১৩
-
2 years ago
পরিযায়ী শ্রমিক মৃত্যু নিয়ে কি বললেন দিলীপ ঘোষ ?