বালুরঘাট , ১০ আগস্ট : পঞ্চায়েত কর্মীকে শারিরীক নিগ্রহের প্রতিবাদে মঙ্গলবার কর্মবিরতি পালন করলেন বালুরঘাট ব্লকের সমস্ত পঞ্চায়েত দফতরের কর্মীরা। এদিন দুপুরে বালুরঘাট স্টেডিয়ামে ব্লকের ১১ টি গ্রাম পঞ্চায়েতের সমস্ত কর্মীরা জড়ো হন।
এরপর বালুরঘাট বিডিও অফিস এবং জেলা প্রশাসনিক ভবন চত্বরে অবস্থিত গ্রামোন্নয়ন দফতরে গিয়ে বিক্ষোভ দেখান তারা। হামলার ঘটনার প্রতিবাদে জেলা শাসক সহ বিভিন্ন আধিকারিকের কাছে লিখিতভাবে অভিযোগ জানান পঞ্চায়েত কর্মীরা।অভিযোগ সোমবার বোল্লা গ্রাম পঞ্চায়েতের শরণ গ্রামে আবাস যোজনার সার্ভে করতে গেলে বোল্লা গ্রাম পঞ্চায়েত সচিব সপ্তর্ষি রায়কে মারধর করার অভিযোগ ওঠে বিপ্লব বর্মন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদে এদিন ব্লকের মোট ১১ টি গ্রাম পঞ্চায়েতের কর্মীরা কর্মবিরতি পালন করেন। সেই সঙ্গে পাশাপাশি জেলাশাসক সহ বিভিন্ন আধিকারিকের কাছে লিখিতভাবে অভিযোগ জানান। পঞ্চায়েত কর্মীদের অভিযোগ, ডিউটি করতে গিয়ে যদি হামলার মুখে পড়তে হয় তাহলে কী করে কাজ করবেন তারা? এক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে৷ বরং দুষ্কৃতীদের গ্রেফতার না করা হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে।