নিউজ ডেস্ক : বিজ্ঞাপনের জিঙ্গেল ও টেলিভিশন অনুষ্ঠানের আবহ সঙ্গীতের মধ্য দিয়ে কর্মজীবন শুরু হলেও ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত “এক ভলেন” সিনেমার ‘তেরি গলিয়া’ গানের মাধ্যমে প্রতিটি প্রেমে পড়া মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন অঙ্কিত তিওয়ারি।এই গানটির জন্য তিনি শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ও শ্রেষ্ঠ প্লে ব্যাক সিঙ্গার (মেল) ক্যাটাগরিতে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং বেস্ট প্লেব্যাক সিঙ্গার হিসেবে পুরষ্কৃতও হন। পাশাপাশি “তু হ্যায় কি নহি”, “শুন রাহা হ্যায় না তু”, “কতরা কতরা” সহ নিজেস্ব মিউজিক অ্যালবামেও জনপ্রিয় হয়ে উঠেছিলে তিনি। সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যু বলিউডকে যেন রিবুট করছে। তৈরি হচ্ছে পছন্দের নয়া সমিকরণ। কমার্শিয়াল সাকসেসফুল ছবির পরিবর্তে জায়গা করে নিচ্ছে ছবির কন্টেন্ট-অ্যাক্টিং স্কিল। “সড়ক ২” ট্রেলার ইতিমধ্যেই ডিসলাইকের বিচারে বিশ্বে তৃতীয় স্থান অধিকার করেছে। ১৮ লক্ষ ডিসলাইক পেয়েছে এই ট্রেলার। ১৮.২ মিলিয়ন ডিসলাইক পেয়ে প্রথম স্থানে আছে ইউটিবের নিজেস্ব পোস্ট করা একটি ২০১৮-র রিওয়াইন্ড এর ভিডিও এবং ১১.৬ মিলিয়ন ডিসলাইক পেয়ে দ্বিতীয় স্থানে আছে জাস্টিন বিবারের ২০১০ সালের “বেবি” গানটি। কিন্তু এসবের মাঝেও ফের
‘নাপসন্দ’-এর তালিকায় এগিয়ে চলছে ” সড়ক -২” এ অঙ্কিত তিওয়ারির কন্ঠে একটি
গান “তুম সে হি”। গানটিতে ডিসলাইক পড়েছে প্রায় ১০ লক্ষ। সব্বির আহমেদের লেখা এই গানটির মিউজিক ডিরেক্টর অঙ্কিত তিওয়ারি। কন্ঠও দিয়েছেন অঙ্কিত তিওয়ারি ও লিনা বসু। কথা ও সুরে যে গানটি প্রেমের সেরা গানে জায়গা করে নিতেই পারতো, নেপোটিজম, গ্রুপিজমের এই প্রতিবাদে কোথাও যেন ব্রাত্য হয়েছ গানটি। ব্রাত্য হয়েছে শিল্পীও। ব্রাত্য হচ্ছে একজন কন্ঠ শিল্পী ও সুরকারের দক্ষতা।