আরসিটিভি সংবাদ : নীল সাদা বাস বলতেই বোঝায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার সরকারি বাস। কিন্তু এবারে সরকারি বাসের আদলে নীল-সাদা রং করে যাত্রীদের বিভ্রান্ত করার অভিযোগ উঠছে কিছু বেসরকারি বাসের বিরুদ্ধে।
আরও পড়ুন – পানীয় জলের হাহাকার !
মালদা সহ গোটা গৌড়বঙ্গ জুড়ে বেসরকারি বাসগুলিতে সরকারি বাসের মতো রং করা হচ্ছে।সাধারণ যাত্রীরা তাড়াহুড়োয় ভুল করে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস মনে করে উঠে পড়ে বিভ্রান্তির শিকার হচ্ছেন। যেভাবে এনবিএসটিসি-র বাসে নকশা আঁকা রয়েছে সেভাবেই ওই বেসরকারি বাসগুলোর গায়েও নকশা আঁকা হয়েছে। শুধু তাই নয়, পরিবহণ সংস্থাগুলোর নামও এনবিএসটিসি-র নামের সঙ্গে মিলিয়ে রাখা হচ্ছে।সরকারি বাস ভেবে বেসরকারি বাসে ওঠার কিছুটা যাওয়ার পর যাত্রীদের ভুল ভাঙছে। ফলে অবিলম্বে এই বিভ্রান্তি দূর করতে সরকারি ও বেসরকারি বাসের রঙ পৃথক করার আর্জি জানিয়েছেন সাধারণ যাত্রীরা।
আরও পড়ুন – মহার্ঘ আমের ছোঁয়া পেতে চলেছে বঙ্গবাসী
যদিও পরিবহণ কর্মীদের দাবী, দীর্ঘদিন ধরেই নায্যদাবী পূরণ না হওয়ায় ও সরকারি সাহায্য না মেলায় ধুঁকছে বেসরকারি পরিবহণ ব্যবস্থা।ফলে যাত্রী টানতে এই রঙ করতে হচ্ছে। যদিও তাতে খুব একটা ফলপ্রসূ হচ্ছে না বলে দাবী পরিবহণ কর্মীদের।
আরও পড়ুন – বিরল প্রজাতির রাজ হাঁসের আগমন ঘিরে উৎসাহিত সাধারন মানুষ
যদিও এঘটনায় বেসরকারি বাস মালিকদের দুষছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।এই বিষয়ে জেলা পরিবহণ দপ্তরকে তদন্ত করে দেখার আবেদন করেছেন তিনি।