নিউজ ডেস্ক , রায়গঞ্জ , ৮রা মে : মনে আছে সেই ছোট্ট কলিকে যাকে নিয়ে আমরা সংবাদ পরিবেশন করে ছিলাম দিন কয়েক আগে? সেই কোচবিহারের ছোট্ট কলি পাড়ি দিল আমেরিকার উদ্দেশ্যে। সোমবার আমেরিকার সেই দম্পতি কোচবিহারে এসে ছোট্ট কলিকে তাদের কোলে তুলে নিল। আর গোটা ঘটনার সাক্ষী থাকল জেলা প্রশাসন। কোচবিহার জেলার শিশু সুরক্ষা আধিকারিক স্নেহাশিস চৌধুরী জানান, “দত্তক গ্রহণ প্রক্রিয়া ২০২০” অনুযায়ী সমস্ত নিয়ম-নীতি মেনে কলিকে আমেরিকার দম্পতির হাতে তুলে দেওয়া হলো।
রায়গঞ্জে খুশীর ঈদে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের আবহ
অনলাইনের মাধ্যমে তারা আবেদন করেছিলেন। আবেদনের পরে তাদের সমস্ত নথি ভেরিফিকেশনের পর রবিবার কোচবিহারের অতিরিক্ত জেলা শাসক রবি রঞ্জন বাবুর চেম্বারে ছোট্ট কলিতে তাদের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, আমেরিকার ওয়াশিংটনের বাসিন্দা জেমিখা জোসেস এজিস ও সারা ইনজ এজিস বেশ কিছুদিন আগে দত্তক নেওয়ার আবেদন জানিয়েছিলেন। জেমিখা জোসেস এজিস পেশায় চিকিৎসক। কেন্দ্রীয় সরকারের নারী এবং শিশু কল্যাণ দপ্তরের অধীনে থাকায় সেন্ট্রাল এডপশন রিসোর্স অথরিটির মাধ্যমে তারা অনলাইনে কলিকে দত্তক নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন, তারপরেই শুরু হয় প্রক্রিয়াকরণ। তারই পরিপ্রেক্ষিতে এদিন তারা কোচবিহারে এসে পাকাপাকিভাবে কলিকে তাদের দায়িত্বে নিয়ে নিলেন।