নিউজ ডেস্ক, ০৯ নভেম্বর : লাদাখ নিয়ে সংঘাতের আবহের মধ্যে এবার অরুণাচল প্রদেশের দিকে কুনজর চিনের। অরুণাচল সীমান্তে গন্ডগোল পাকানোর ছক কষছে চিন। অরুণাচল প্রদেশের ওপারে তিব্বতে রেললাইন তৈরির কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিং। চিনের এই ষড়যন্ত্রের ওপর নজর রাখছে ভারত।
অরুণাচল প্রদেশের ওপারে রয়েছে তিব্বত৷ তিব্বতের লিনঝি থেকে চেংডু পর্যন্ত ৪৭.৮ বিলিয়ন ডলার ব্যয় করে রেল প্রকল্প তৈরি করছে চিন। সেই রেল লাইনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)। কুইনঘাই-তিব্বত রেল প্রকল্পের কাজ শেষ হওয়ার পরেই সিচুয়ান-তিব্বত (Sichuan-Tibet) রেললাইন তৈরির কাজ শুরু করে জিনপিংয়ের প্রশাসন। সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডু থেকে ইয়ান ও কোয়ামডো হয়ে তিব্বতের লাসা পর্যন্ত ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে তাদের। এর ফলে চেংডু থেকে লাসা পৌঁছাতে ৪৮ ঘণ্টার বদলে মাত্র ১৩ ঘণ্টা লাগবে। পাশাপাশি লিনঝি (Linzhi) এলাকাতেও পৌঁছানো যাবে খুব কম সময়ের মধ্যে। এতে খুব সহজেই অরুণাচল প্রদেশের সীমান্তে আরও বেশি সংখ্যক সেনা মোতায়েন করতে সমর্থ হবে চিন। সেই কারণেই প্রেসিডেন্ট শি জিনপিং এই প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। চিনের রেল লাইন নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে নি ভারত৷ গোটা পরিস্থিতির ওপর নিজর রাখছে তারা৷