নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ০৮ অক্টোবর : রায়গঞ্জের গোয়ালপাড়া থেকে পূর্ণ বয়স্ক শেয়াল উদ্ধার করল উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিম্যালস বৃহস্পতিবার একটি পূর্ণবয়স্ক শেয়াল উদ্ধার করলো পশুপ্রেমী সংগঠন উত্তরদিনাজপুর পিপল ফর অ্যানিম্যালস । এদিন রায়গঞ্জের গোয়াল পাড়ায় পুকুরের জলে একটি শেয়াল কে পড়ে থাকতে দেখে স্থানীয় যুবক পঙ্কজ সরকার।
বন্ধুদের সাহায্যে জল থেকে শেয়ালটিকে তুলে আনে সে । শেয়ালটির কোমড়ে আঘাতের দরুন উঠে দাঁড়াতে পারছিল না। কিছুক্ষণ পরে পাশের অন্য একটি পুকুরের জলে শেয়ালটি আবার পড়ে যায়। এবার শেয়ালটিকে উদ্ধারের জন্য স্থানীয় যুবকেরা ফোন করে উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিম্যালস এর সম্পাদক গৌতম তান্তিয়া কে।
সংস্থার পক্ষ থেকে বিষয়টি বন দপ্তরকে জানানো হয়। এরপর বনদপ্তর এর গাড়ি নিয়ে শেয়ালটিকে উদ্ধারের জন্য গোয়ালপাড়ায় হাজির হয় সংস্থার তিনজন সদস্য ভাস্কর নাগ ,দেবীদত্ত দাস এবং ঋজু শীল। সঙ্গে বনদপ্তর এর একজন কর্মীও ছিলেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় নাইলনের নেট দিয়ে পশু প্রেমী সংস্থার সদস্যরা শেয়াল টিকে পুকুরের জল থেকে তুলে আনে। পূর্ণবয়স্ক এই শেয়াললটির কোমরে আঘাত রয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইনের সিডিউল 2 এর অন্তর্ভুক্ত এই শেয়ালটিকে বনদপ্তর এর হাতে তুলে দেওয়া হয়েছে । রায়গঞ্জের বিভাগীয় বনাধিকারিক সোমনাথ সরকার বলেন, শেয়ালটির চিকিৎসা চলছে। সুস্থ হলেই সেটিকে নির্দিষ্ট জায়গায় ছেড়ে দেওয়া হবে।