নিউজ ডেস্ক, ১৫ নভেম্বর : বিহার বিধানসভা নির্বাচনে বিরোধীদের পরাস্ত করে বড় জয় পেয়েছে বিজেপি-জেডি(ইউ)-র এনডিএ জোট৷ বিজেপি ৭৪ এবং জেডি(ইউ) ৪৩ টি আসনে জয় পেয়েছে। জোটের বৃহত্তম দল বিজেপি হলেও পূর্ব ঘোষণা মতো নীতীশ কুমারই মুখ্যমন্ত্রীর তখতে বসবেন বলে আগেই জানিয়েছে গেরুয়া শিবির। সেই মতো আজ পাটনায় বসছে এন ডি এ-র বৈঠক। সেখানেই নির্বাচিত হবেন পরিষদীয় নেতা।
নবনির্বাচিত বিধায়কদের নিয়ে আজ পটনায় বৈঠকে বসছে এন ডি এ শিবির। মুখ্যমন্ত্রী পদে টানা চতুর্থবার জন্য নীতীশ কুমারকেই পুনরায় পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নেওয়া হতে পারে বৈঠকে। উল্লেখ্য বিহার বিধানসভা নির্বাচনে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছিল এনডিএ জোট। নির্বাচনে আর জে ডি কংগ্রেসের মহাজোটকে কুপোকাত করে ঐতিহাসিক জয় পেয়েছে এন ডি এ। এবারে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক ডাকলেন দিয়ে নেতৃত্ব। বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ছাড়াও বিজেপি ও জেডি(ইউ)-র শীর্ষ নেতৃত্ব গণের। জানা গেছে এই বৈঠকে নীতিশ কুমারকে পুনরায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হবে।