নিউজ ডেস্ক , ১৭ ডিসেম্বর : নতুন বছর অর্থাৎ ২০২১ সালে জয়েন্ট এন্ট্রান্স মেইন (JEE Main) পরীক্ষা হবে চার দফায়। বুধবার ছাত্রছাত্রী ও অভিভাবকদের সঙ্গে ভার্চুয়াল আলোচনা সভা শেষে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। শুধু হিন্দি বা ইংরেজিতে নয়, বাংলা–সহ একাধিক আঞ্চলিক ভাষায় দেওয়া যাবে পরীক্ষা।
কেন্দ্রীয় শিক্ষা দফতর সূত্রে খবর, করোনা অতিমারির ধাক্কায় এবছরে পরীক্ষা তো দূরঅস্ত, কোনও বোর্ডই সঠিক সময়ে তাঁদের সিলেবাস শেষ করতে পারেনি৷ ফলে প্রত্যেক বোর্ডকে ভিন্ন ভিন্ন সময়ে পরীক্ষা নিতে হবে সামনের বছর। আর সেকারণে আগামী বছর চার দফায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে কোনও পড়ুয়া পরীক্ষা বসা থেকে বঞ্চিত না হন। তাই বুধবার থেকেই শুরু যায় রেজিস্ট্রেশনও। চলবে আগামী বছর ১৬ জানুয়ারি পর্যন্ত। অনলাইনে টাকা জমা দেওয়া যাবে ১৭ জানুয়ারি পর্যন্ত। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এই চারটির মধ্যে যে পরীক্ষায় তিনি বেশি নম্বর পাবেন, মেরিট লিস্ট তৈরির সময় সেটিকেই ওই পড়ুয়ার প্রাপ্ত নম্বর হিসেবে ধরা হবে। এছাড়া এবার থেকে পরীক্ষায় গণিত, রসায়ন এবং পদার্থবিদ্যার ৩০টি করে মোট ৯০টি প্রশ্ন থাকবে। এর মধ্যে প্রত্যেক পড়ুয়াকে ৭৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। সেকশন ‘এ’–তে থাকবে ২০টি এমসিকিউ প্রশ্ন এবং সেকশন ‘বি’তে থাকবে ১০টি। এই ‘বি’ সেকশনেরই ১০টির মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পড়ুয়াদের। পাশাপাশি এবার ইংরাজি, হিন্দি, উর্দু ছাড়াও বাংলা–সহ আরও বিভিন্ন আঞ্চলিক ভাষায় পরীক্ষা দেওয়া যাবে।