নিউজ ডেস্ক, ১১ নভেম্বর : মঙ্গলবার ছিল এই বছরের আইপিএল এর ফাইনাল। শেষ দিনের খেলায় মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেটে হারিয়ে বিজয়ের মুকুট পড়লো রোহিত শর্মার দল মুম্বাই ইন্ডিয়ান্স।
ত্রয়োদশ আইপিএল এ দিল্লিকে ৫ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার আইপিএল জিতে নিল মুম্বই ইন্ডিয়ান্স। সব মিলিয়ে রেকর্ড পাঁচ বার ট্রফি ঘরে তুলল মুম্বইয়ের দলটি। ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি ক্যাপিটালস। শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার মার্কোস স্টাইনিস। এরপর দলের হাল ধরেন অধিনায়ক শ্রেয়স আইআর এবং ঋষভ পন্থ। শ্রেয়স আইআরের 50 বলে 65 এবং ঋষভ পন্থের 38 বলে 56 রানের উপর ভর করে নির্ধারিত কুড়ি ওভার শেষে 7 উইকেট হারিয়ে 156 রান তোলে দিল্লি।জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই কুইন্টন ডি কক-কে হারায় মুম্বাই ইন্ডিয়ান্স। তবে অধিনায়ক রোহিত শর্মার দুর্দান্ত 51 বলে 68 রানের উপর ভর করে জয়ের জন্য উপযুক্ত রান তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। নয় বল বাকি থাকতে হাতে পাঁচ উইকেট রেখেই জয়লাভ করে ট্রফি ঘরে তোলে মুম্বাই ইন্ডিয়ান্স।১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয় আইপিএলের ১৩ তম সংস্করণ। ১০ নভেম্বর শেষ হল আইপিএল। ষষ্ঠবার আইপিএল ফাইনালে উঠে পাঁচ বার চ্যাম্পিয়ন হল মুম্বই। ২০১৩, ২০১৫, ২০১৭,২০১৯, ২০২০ সালে আইপিএল ট্রফি ঘরে তুলল মুম্বই ইন্ডিয়ান্স।