নিউজ ডেস্ক : বুধবার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন মোহিত সেনগুপ্ত। এদিন বামফ্রন্ট ও কংগ্রেস কর্মীদের নিয়ে একটি সুসজ্জিত র্যালী শহরের পথ পরিক্রমা করে। পরবর্তীতে কর্নজোড়ায় মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দেন মোহিত বাবু।
একদা কংগ্রেসের শক্তিশালী দুর্গ রায়গঞ্জের রাজনৈতিক জমি পুনরুদ্ধারে কংগ্রেসের বাজি অভিজ্ঞ রাজনীতিবিদ মোহিত সেনগুপ্ত। বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে লড়াই করছেন তিনি। ২০১১ থেকে টানা দশ বছর বিধায়ক ছিলেন রায়গঞ্জে। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হন মোহিত বাবু। বিধায়কের পাশাপাশি দীর্ঘ কয়েক বছর রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান ও ছিলেন তিনি। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের কারনে কংগ্রেসের শক্তিশালী দুর্গে ফাটল ধরতে শুরু করে। একে একে মোহিত বাবুর ছায়াসঙ্গীরা মোহিত বাবুর সঙ্গ ও কংগ্রেস ছেড়ে চলে গিয়েছেন বিজেপি ও তৃণমূল কংগ্রেসে। ফলে ক্ষয়িষ্ণু হয়ে গিয়েছে কংগ্রেসের সাংগঠনিক শক্তি। কিন্তু রাজ্যের বর্তমান শাসকদলের কাছ থেকে গুরুত্বপূর্ণ পদের প্রস্তাব সবিনয়ে প্রত্যাখান করেছেন। জানিয়ে দিয়েছেন জীবনের শেষ দিন পর্যন্ত জাতীয় কংগ্রেস টাই করবেন। শেষপর্যন্ত একা কুম্ভ হয়েই কংগ্রেসের দুর্গ রক্ষা করার আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন মোহিত বাবু। এমতাবস্থায় রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে দলের অস্তিত্ব রক্ষার লড়াই এ আরো একবার সামিল হলেন তিনি। সঙ্গে বামেদের সহযোগিতা। উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থী হিসাবে বুধবার মনোনয়ন জমা দিলেন মোহিত বাবু। মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন,” মানুষের উন্মাদনা বুঝিয়ে দিচ্ছে ভোটের ফলাফল জোট প্রার্থীর অনুকুলে আসবে। ভোটে জিতলে রায়গঞ্জ বিধানসভার সার্বিক উন্নয়নের ও আশ্বাস দিয়েছেন তিনি।