নিউজ ডেস্ক , ১১ অক্টোবর : “প্রতি রবিবার হাসির দিন, এসে গেছে ভালো থাকার ভ্যাকসিন”- দীর্ঘ প্রতীক্ষার পর জি বাংলায় আজ রাত ৮ টা থেকে শুরূ হচ্ছে মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ১০। প্রতি রবিবার রাত ৮ টায় সম্প্রচারিত হবে এই কমেডি শো। তবে বেশ কিছু জায়গায় বদল এসেছে মীরাক্কেলে। তবে এই শো টি যাকে ছাড়া অসম্পূর্ণ তিনি থাকছেন। শো- টির সঞ্চালনার দায়িত্বে থাকছেন মীর, সাথে মনোরঞ্জনের জন্য থাকছে ব্যান্ডেজ।
তবে বিচারক হিসেবে রদবদল করা হয়েছে মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ১০ এ। মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৯ এ বিচারক হিসেবে দেখা যেত শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত এবং পরান বন্দ্যোপাধ্যায়কে। তবে নতুন বিচারক হিসেবে মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ১০ এ দেখা যাবে পাওলি দাম, কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ এবং সায়ন্তিকাকে। কোভিড প্রোটোকল মেনেই চলছে শুটিং। এতো গেল জি বাংলার মীরাক্কেল। তবে জি বাংলাকে সমানে সমানে টক্কর দিতে তৈরী স্টার জলসাও। তাদেরও নতুন ধারাবাহিক এর শুটিং চলছে। তাদেরও আসছে নতুন কমেডি শো ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি’। বিচারকের আসনে থাকছেন রজতাভ দত্ত, অঙ্কুশ এবং অপরাজিতা। তবে সবচেয়ে উল্লেখযোগ্য হল রজতাভ দত্তকে এই কমেডি শো এর প্রমোতে বলতে শোনা গিয়েছে ” টুকে জোক বলার দিন আর নাই। এবার কমেডির নতুন মানে চাই। ” তবে কি প্রমোতেও নিজেদের কমেডি শো কে এগিয়ে রাখতে চাইছেন রজতাভ ? এই শো তে দেখা যাবে অম্বরীশ ভট্টাচার্য কেও। শো টির সঞ্চালনার দায়িত্বে থাকছেন যীশু সেনগুপ্ত। তবে শেষ পর্যন্ত দর্শকদের মন জয় করতে পারবে কোন কমেডি শো, তা দেখার জন্য অপেক্ষা করে আছেন বাংলার কমেডি প্রেমী দর্শকেরা।