যাত্রীদের ভিড়ের চাপ সামাল দিতে আরও ১২ খানা ট্রেন চালাবে মেট্রো, জারি বিজ্ঞপ্তি

যাত্রীদের ভিড়ের চাপ সামাল দিতে আরও ১২ খানা ট্রেন চালাবে মেট্রো, জারি বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক, ১২ ডিসেম্বর :   বর্তমানে প্রায় দুই শতাধিক ট্রেন চালাচ্ছে মেট্রো। তারপরেও কমছে না যাত্রীদের ভিড়ের চাপ। করোনা আবহে ঠেলাঠেলি নিত্যদিনকার ঘটনা হয়ে দাঁড়য়েছে। এই পরিস্থিতিতে অফিস টাইম ছাড়াও দিনের অন্যান্য সময়ে ভিড় সামাল দিতে বাড়তি ট্রেন চালাতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ।

যাত্রীদের সুবিধার্থে মেট্রো রেল আগামী সোমবার ১৪ই ডিসেম্বর থেকে প্রতিদিন আরও ছ’জোড়া করে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে অতিরিক্ত এই ট্রেন চালানো হবে। ফলে দৈনিক ট্রেনের সংখ্যা ২০৪ থেকে বেড়ে হচ্ছে ২১৬ । মেট্রোর তরফে গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে প্রবীণ নাগরিক, মহিলা যাত্রী এবং ১৫ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এখন আর কোনও ই-পাসের প্রয়োজন নেই। পাশাপাশি অন্যান্য যাত্রীদের ক্ষেত্রেও ই পাশে ছাড় দেওয়ার জন্য সময় বৃদ্ধি করা হয়েছে। শুধুমাত্র সকাল সাড়ে ৮ টা থেকে ১১ টা এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত স্টেশনে প্রবেশের ক্ষেত্রে ই পাস ইস্যু করা হবে। রবিবার ই পাস থেকে রেহাই দেওয়া হয়েছে যাত্রীদের ৷ পাশাপাশি শুধু স্মার্ট কার্ড নিয়েই যাত্রীদের ট্রেনে ভ্রমণ করতে হবে বলেও জানানো হয়েছে।

Next Post

শীতের মরশুমের শুরুতেই ভাপা পিঠের চাহিদা বাড়ছে উত্তর দিনাজপুর জেলায়

Sat Dec 12 , 2020
নিজস্ব সংবাদদাতা , উত্তর দিনাজপুর , ১২ ডিসেম্বর :  ডিসেম্বরের মাঝামাঝি সময়ে জাঁকিয়ে পড়েছে শীত। আর এই শীতের মরশুমের শুরুতেই ভাপা পিঠের চাহিদা বাড়ছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ, ইটাহার সহ জেলার বিভিন্ন প্রান্তে। শনিবার সকাল থেকেই রায়গঞ্জ, ইটাহার চৌরাস্তা সহ বিভিন্ন এলাকায় পিঠের দোকানের পসরা সাজিয়ে বসতে দেখা গেলো ভাপা […]

আপনার পছন্দের সংবাদ