নিউজ ডেস্ক, ০৯ নভেম্বর : নির্বাচনে জো বাইডেনের কাছে শোচনীয়ভাবে হেরে বড় ধাক্কা খেয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। এবার আরও এক ধাক্কা অপেক্ষা করছে তাঁর জন্য৷ প্রেসিডেন্ট পদে মেয়াদ শেষ হলেই তাঁকে ডিভোর্স দেবেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প! ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। মনে করা হচ্ছে, বর্তমানে ডিভোর্স দিলে ক্ষমতার অপব্যবহার করে তাঁর ক্ষতিও করতে পারেন ট্রাম্প।
সেকারণেই তিনি প্রেসিডেন্ট পদে ট্রাম্পের মেয়াদ শেষের অপেক্ষা করছেন। বিবাহ বিচ্ছিদের পাশাপাশি স্বামীর সম্পত্তির ভাগ পেতে একটি চুক্তি করার কথাও নাকি চিন্তাভাবনা করছেন মেলানিয়া। তবে সবটাই ছেলে ব্যারন এবং তিনি নিজের জন্য৷ উল্লেখ্য প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীর জো বিডেনের (Joe Biden) কাছে হেরে মন ভাল নেই ট্রাম্পের। এই পরিস্থিতিতে এবার সংসারও যদি ভেঙে যায় তবে কি হবে বছর ৭৪ বয়সী ট্রাম্পের? উঠছে সেই প্রশ্নও। তাই এখন কেবল ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন মেলানিয়া। হোয়াইট হাউস থেকে ট্রাম্প বিদায় নিলেই নিজেদের ১৫ বছরের সম্পর্কে ইতি টানবেন তিনি। তাই এখন শুধু দিন গুণছেন ট্রাম্প পত্নি।