নিউজ ডেস্ক , ২৪ নভেম্বর : মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা তথা মালিক বিল গেটসকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি হলেন প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার মালিক এলন মাস্ক। গত সপ্তাহে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গকে টপকে তৃতীয় ধনী হওয়ার পর এবার তিনি পার করে ফেললেন বিল গেটসকে।
ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, টেসলার শেয়ার দর বেড়ে যাওয়ায় ৪৯ বছর বয়সী এলন মাস্কের সম্পদ বেড়েছে ৭.২ বিলিয়ন ডলার (৬১ হাজার ৬৭১ কোটি টাকা)। এর ফলে তার মোট সম্পদের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ১২৭.৯ বিলিয়ন ডলারে। যার ফলে, তিনিই এখন বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি। ২০২০ সালের শুরুতেও তিনি ছিলেন বিশ্বের ৩৫ তম ধনী ব্যক্তি। করোনা ভাইরাসের অতিমারির এই সংকটকালেও এত সম্পদ উপার্জন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। তৃতীয় অবস্থানে চলে যাওয়া বিল গেটসের মোট সম্পদের পরিমাণ ১১৯ বিলিয়ন মার্কিন ডলার। সবার উপরে আছেন অ্যামাজনের সহ-প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার বর্তমান সম্পদের পরিমাণ ১৮১. ৪ বিলিয়ন মার্কিন ডলার!!!!!