নিজস্ব সংবাদদাতা , মালদা , ২৫ নভেম্বর : পারস্পরিক বিবাদের জেরে এক ব্যক্তির বাড়ি ভাঙচুর লুটপাট করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল কতিপয় যুবকের বিরুদ্ধে।ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মালদার ইংরেজবাজার থানার কাজি গ্রাম অঞ্চলের নওদা বাজার চণ্ডীপুর এলাকায়। এই ঘটনায় ইংরেজবাজার থানায় সাত জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্তের পরিবারের পক্ষ থেকে। জানা গিয়েছে, গত শনিবার বাগানে খড়ি ভাঙ্গাকে কেন্দ্র করে এলাকারই এক গৃহবধুর বচসা হয় এলাকার বাসিন্দা খালেক মহালদারের।ঘটনার প্রতিবাদ করায় ওই গৃহবধূকে ধর্ষণের মিথ্যা মামলা দিয়ে খালেক মহালদারকে ফাঁসিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করে তার ছেলে রাজ মহালদার।
এরপরই ঘটনাটি নিয়ে গ্রামে সালিশি সভা বসে। সালিশি সভায় সিদ্ধান্ত হয়, তাদের ঘরবাড়ি সমস্ত সম্পত্তি ওই গৃহবধূর নামে লিখে দিতে হবে এবং তাদের ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এই নির্দেশ না মানায় কতিপয় যুবক তাদের বাড়িঘরে আগুন লাগিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ।সে সময় বাড়িতে থাকা তার মাকেও দুষ্কৃতিরা মারধোর করে বলে অভিযোগ। এদিন গোটা ঘটনাটি ঘটেছে কাজিগ্রাম অঞ্চলের উপপ্রধান মন্টু মহলদারের বাড়ির সামনেই। এই ঘটনায় উপপ্রধান মন্টু মহালদার মদত যোগাচ্ছে বলে অভিযোগ করেছে রাজ মহালদার। এই বিষয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্তেরা। কিন্তু তাদের অভিযোগের পরেই পাল্টা লিখিত অভিযোগ করে ধর্ষণের অভিযোগকারী ওই গৃহবধূ। এমনকী গৃহবধুর অভিযোগের কেস নম্বর এগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে রাজ।এরপরই আইনের দ্বারস্থ হয় খালেক মহালদারের পরিবার। বর্তমানে খালেক মহালদারের স্ত্রী ঝর্ণা বিবি আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে অগ্নিসংযোগ ও গন্ডগোলের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।অন্যদিকে এই বিষয়ে অভিযোগকারী ওই গৃহবধূর কোনো মন্তব্য পাওয়া যায়নি। দুই পক্ষের লিখিত অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।