নিউজ ডেস্ক,১৩ইজানুয়ারিঃঅঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রফিকুল মিঞাকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার পানিশালা এলাকায়। গুরুতর আহত অবস্থায় রফিকুল মিঞাকে কোচবিহার প্রথমে এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে অন্যত্র রেফার করে দেওয়া হয়েছে । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকাজুড়ে । এই ঘটনায় স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা মকসুদুল হক ও মানিক রহমানের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে সামনে এসেছে। আহত পানিশালা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রফিকুল মিঞার অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে গিয়েছিলেন সেই সময় হঠাৎই মকসুদুল, মানিক সহ তাদের অনুগামীরা বাজারে এসে শূণ্যে গুলি চালায় যাতে বাজারের লোকজন এদিক-ওদিক পালিয়ে যায় । তারপরে তাকে ধরে মাটিতে ফেলে বেধড়ক ভাবে ধারাল অস্ত্র দিয়ে মারধর করে । আহত অবস্থায় পড়ে থাকে স্থানীয়রা উদ্ধার করে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
তৃণমূল নেতার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ
