মানিকচক, ২৩ জুলাই : নদী ভাঙনে জেরবার মালদা জেলার মানিকচক ব্লকের গোপালপুরের বিস্তীর্ণ এলাকা। কিন্তু সেচ দপ্তরের পক্ষ থেকে ভাঙনরোধের কাজের জন্য খুব কম পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীদের। যার জেরে শুক্রবার ধরমপুর বাসস্ট্যান্ডে অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা।
যদিও পরবর্তীতে পুলিশি আশ্বাসে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা।উল্লেখ্য, বর্ষা শুরু হতেই প্রতিবছর নদীভাঙনে ঘরবাড়ি এমনকি চাষের জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। ফলে বর্ষা আসায় সিঁদুরে মেঘ দেখতে শুরু করেন নদীপারের বাসিন্দারা। নদীভাঙন রোধে প্রতিবছর লক্ষ লক্ষ টাকা খরচ করে কাজ চললেও স্থায়ী সমাধান আজও হয়নি নদীপাড়ের বাসিন্দাদের। এবছর ইতিমধ্যেই এলাকার বেশকিছু চাষের জমি নদীগর্ভে তলিয়ে গিয়েছে। তবে এই এলাকায় সেচ দপ্তরের পক্ষ থেকে ভাঙনরোধের কাজের জন্য খুব কম পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে বলে অভিযোগ তোলেন এলাকাবাসীরা। যার জেরে শুক্রবার ধরমপুর বাসস্ট্যান্ডে অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। পাশাপাশি একটি মিছিল গোটা এলাকার পথ পরিক্রমা করে। স্থায়ী ভাঙন রোধের কাজ করা সহ বিভিন্ন দাবিতে এদিন দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। যদিও পরবর্তীতে পুলিশি আশ্বাসে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা।