নিউজ ডেস্ক, ২৫ সেপ্টেম্বর : অসংখ্য সংগীত প্রেমী ও অনুরাগীদের ব্যথিত করে চিরঘুমের দেশে পাড়ি দিলেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী এস পি বালাসুব্রহ্মণ্যম৷ করোনায় জীবনযুদ্ধে হেরে শুক্রবার চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে বলিউডের সংগীত জগতে৷
সংগীত জগতে প্রায় ৫০ বছর ধরে কাজ করেছেন এসপি বালাসুব্রহ্মণ্যম। ১৯৪৬ সালে নেল্লোরের তেলুগু পরিবারে জন্ম কিংবদন্তি এই সংগীত শিল্পীর। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি গভীর অনুরাগ ছিল তাঁর। সেই থেকেই ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সময়েও বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় অংশ নিতেন তিনি। ধীরে ধীরে সুনাম ছড়িয়ে পড়ছিল তাঁর। অবশেষে ১৯৬৬ সালে মুক্তি পাওয়া ‘শ্রী শ্রী মর্যাদা রামান্না’র তেলেগু ছবিতে গানের সুযোগ পান তিনি। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। তেলুগুর পাশাপাশি তামিল, কন্নড়, মালয়ালম, হিন্দি সিনেমায় সমানতালে গান গেয়ে গিয়েছেন এস পি বালাসুব্রহ্মণ্যম (SP Balasubrahmanyam)।
বলিউডে তাঁর সিনেমার তালিকায় রয়েছে ‘ক্রিমিনাল’, ‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘রোজা’-র মতো হিট ছবি। গানের পাশাপাশি অভিনেতা হিসেবেও দর্শকদের মন ছুঁয়ে ছিলেন প্রখ্যাত। বিশিষ্ট এই সংগীত শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউডের তারকারা।