নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ০৬ নভেম্বর : সংগঠন নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে ফের আন্দোলনে নামলো তৃণমূল ছাত্র পরিষদের নেতা-কর্মীরা।বৃহস্পতিবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরে। উল্লেখ্য পুজোর সময় ট্রাফিক আইন ভঙ্গ এবং কর্তব্যরত পুলিশ কর্মীকে নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি বিমান ঝা।
সেসময় সংগঠন সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে পথ অবরোধে আন্দোলন করে দলের নেতা কর্মীরা। বিক্ষোভ চলাকালীন পুলিশের লাঠিচার্জে জখম হয় চারজন কর্মী। এদিন দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান তারা। সেখানে রক্তে লেখা প্ল্যাকার্ড হাতে বসে পড়েন শতাধিক ছাত্র। প্রত্যেকের হাতে ছিল নিজেদের রক্তে লেখা প্ল্যাকার্ড।সংগঠনের নেতা নীরু মহালদার, প্রণব দাসরা বলেন, বিমানকে মিথ্যে অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। পরদিন পুলিশ অন্যায়ভাবে আমাদের লাঠিপেটাও করে। মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক। তাই উনার কাছে বিচার চেয়ে আবেদন জানিয়েছি। মুখ্যমন্ত্রীর কাছে বিস্তারিত জানিয়ে আহত কর্মীদের ছবি, রক্তেলেখা প্ল্যাকার্ড দিয়ে চিঠিও পাঠাচ্ছেন মালদহের হরিশ্চন্দ্রপুর-১ ব্লক টিএমসিপি নেতা-কর্মীরা বলে সংগঠন সূত্রে জানানো হয়েছে।যদিও এই আন্দোলনে সামিল হননি বিমান ঝা।অবশ্য এই আন্দোলনকে সমর্থন করেননি সংগঠনের জেলা সভাপতি প্রসূন রায়।তিনি বলেন, পুলিশ অন্যায় ভাবে ছাত্রদের উপর লাঠিচার্জ করেছিল। কিন্তু ওরা যেভাবে আবেগের বশবর্তী হয়ে রক্ত দিয়ে চিঠি লিখে প্রতিবাদ করছে তা সমর্থন যোগ্য নয়।