ডিজিটাল ডেস্ক : অক্ষয় কুমার তার আপ-কামিং হরর- কমেডি “লক্ষ্মী বোম্ব” এর রিলিজ ডেট ঘোষণা করলেন সোশ্যাল মিডিয়ায়। বুধবার বিকেলে ৫৩ বছর বয়সী এই অভিনেতা ছবিটির টিজার সহ রিলিজ ডেট ইন্সটাগ্রামে পোষ্ট করেন। ছবিতে তার চরিত্রের কিছুটা ঝলক মেলে।
৯ নভেম্বর ডিজনি(Disney) + হটস্টারে (Hotstar) মুক্তি পাবে লক্ষ্মী বোম্ব। করোনা পরিস্থিতিতে বড় পর্দায় নয় বরং ওটিটি প্ল্যাটফর্মে এই ছবি মুক্তি পাবে। প্রেক্ষাগৃহগুলির জন্যও খারাপ লাগলেও বর্তমান পরিস্থিতিতে সবার নিরাপত্তার জন্য এটিই একমাত্র পথ বলে জানান অক্ষয় কুমার (Akshay Kumar)। যারা রাঘব লরেন্স এর তামিল ছবি ” কঞ্চনা” সিরিজ আগেই দেখেছেন তাদের কাছে এই গল্প অবশ্যই চেনা। কাঞ্চনার অফিসিয়াল রিমেক এই ছবি। এর পরিচালনা করেছেন রাঘাভ লরেন্স, যিনি তামিল “কাঞ্চনা” -র নায়কও। বৃহন্নলা চরিত্রে অভিনয় করবেন অক্ষয় কুমার। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করা অভিনেতা অক্ষয় কুমার এই সম্প্রদায়ের চরিত্রে অভিনয় করতে যথেষ্ট সজাগ ছিলেন
যাতে কেউ মনে আঘাত না পায়। এছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে কিয়ারা আদবানী, তুষার কাপুর, শরদ কেলকার সহ একঝাঁক অভিনেতা অভিনেত্রীদের। লক্ষ্মী চরিত্রে অভিনয় করবেন শরদ কেলকার। আর লক্ষণের ভূমিকায় থাকবেন অক্ষয় কুমার, যিনি লক্ষ্মীর ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নেবে। আপাতত হরর – কমেডি ছবিতে অক্ষয় কুমারের অভিনয় দেখতে অধীর অপেক্ষায় অক্ষয়ের ভক্তরা।
https://www.instagram.com/p/CFMRlarnLd6/?utm_source=ig_web_button_share_sheet