নিতাই সাহা, ৯ সেপ্টেম্বর : আগামী ১৯ শে সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আই পি এলের মহারণ। বাইশগজের যুদ্ধে প্রতিটি দল পুরোদমে ব্যাটে বলে অনুশীলন চালিয়ে যাচ্ছে। থেমে নেই কলকাতা নাইট রাইডার্স বা কে কে আর৷ আগামী ২৩ শে সেপ্টেম্বর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামছে কিং খানের দল। তাই তীব্র গরমের মধ্যেও সমানতালে এখন মাঠে অনুশীলন চালিয়ে যাচ্ছে দীনেশ কার্তিকরা।
করোনা আবহের মধ্যে এবছর আই পি এল টুর্নামেন্ট দেশের মাটিতে হবে কি না নিয়ে দোলাচলে ছিল বি সি সি আই। অবশেষে দেশের বাইরে সংযুক্ত আরব আমিরশাহীতে ১৯ শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবছরের আই পি এল। পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবারই দুবাই উড়ে যান বি সি সি আই বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি৷ এবারে এই টুর্নামেন্ট মোট ১১ টি দল অংশ নিচ্ছে। ২৩ শে সেপ্টেম্বর মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আবুধাবী স্টেডিয়ামে মাঠে নামছে কে কে আর। তাই পুরো গরমের মধ্যেও দিনরাত প্রাকটিস করছেন শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের সদস্যরা। হাতে ব্যাট নিয়ে মাঠে অনুশীলন চালিয়ে গেলেন দলের অধিনায়ক দীনেশ কার্তিক। কুলদ্বীপ যাদব, সন্দীপ ওয়ারিয়র থেকে শুরু করে কমলেশ নগরকোটি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজের সেরাটা দিতে হাতে বল ব্যাট নিয়ে অনুশীলনে মগ্ন।
নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার কাইল মিলস এবারে নাইটদের বোলিং কোচ হয়েছেন। পেসারদের প্রস্তুতির খুঁটিনাটি সমস্ত বিষয় তদারকি করে শত্রুপক্ষের বিরুদ্ধে জয়ের রাস্তা সুগম করে দিতে নানা পরামর্শ বাতলে দিচ্ছেন তিনি। উল্লেখ্য সংযুক্ত আরব আমিরশাহিতে এখন কাটফাটা গরম। এই পরিস্থিতিতে শুকনো পিচে কুলদীপের স্পিনের ভেল্কি দলের অন্যতম প্রধান অস্ত্র বলে ধারণা বিশেষজ্ঞদের। প্রতিটি ম্যাচেই হার জিত থাকে। তবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম খেলায় নাইট শিবির জয় পান কি না তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন।