আবারো কিং কোহলির নতুন রেকর্ড, টপকে গেলেন সচিনকেও

আবারো কিং কোহলির নতুন রেকর্ড, টপকে গেলেন সচিনকেও

নিউজ ডেস্ক , ০২ ডিসেম্বর : আবারো কিং কোহলির মুকুটে নতুন পালক। সচিন তেন্ডুলকারের রেকর্ড ভেঙে এক দিনের ক্রিকেটে দ্রুততম ১২ হাজার রানের রেকর্ড গড়লেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বিদেশের মাটি হোক কিংবা দেশের মাটি, ব্যাট হাতে কঠিন সময়েও প্রতিপক্ষকে কুপোকাত করতে যে কোনো মুহূর্তে তার নজির রয়েছে।

শচীন টেন্ডুলকার নিজের ক্যারিয়ারে ৩০৯ টি ওয়ানডে ম্যাচ খেলে মোট ৩০০ টি ইনিংসে ১২ হাজার রান পূর্ণ করেন। এতদিন পর্যন্ত সচিনের রেকর্ড ভাঙতে পারেননি কেউই। তবে তাকেও ছাপিয়ে গেলেন কিং কোহলি। মাত্র ২৫১ টি একদিনের ম্যাচে ২৪২ টি ইনিংসে ১২ হাজার রানের গণ্ডি পেরোলেন কোহলি। বুধবার একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচের নিজের ব্যক্তিগত ২৩ রান করার সঙ্গে সঙ্গেই ওয়ানডে ক্রিকেটে ১২ হাজার রানের গণ্ডি টপকে ফেললেন কোহলি। এখনো পর্যন্ত যে কয়েকজন কিংবদন্তি ১২ হাজার রানের গণ্ডি টপকে ছিলেন তাদেরকে ছাপিয়ে এই অনবদ্য রেকর্ড অধিনায়ক বিরাট কোহলির। এতোদিন পর্যন্ত এই রেকর্ড দখলে ছিল সচিন তেন্ডুলকারের। এবারে দ্রুততম ১২ হাজার রানের রেকর্ড গড়লেন বিরাট কোহলি।ভারতের ব্যাটসম্যানরা ছাড়াও ১২,০০০ রানের মাইলস্টোন পার করেছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার রিকি পন্টিং, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, সনৎ জয়সূর্য এবং মাহেলা জয়াবর্ধনে। শুধু বিশ্বের সেরা ব্যাটসম্যান হিসেবে ১২০০০ মাইলস্টোন টপকে যাওয়ার পাশাপাশি খুব কম ইনিংস খেলে রেকর্ড করেন তিনি।

Next Post

ব্যাংকের গ্রাহক সেবাকেন্দ্রের স্থান পরিবর্তনের দাবীতে এবারে ব্যাংকের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের

Wed Dec 2 , 2020
নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ০২ ডিসেম্বর : গ্রাহক সেবা কেন্দ্রের স্থান পরিবর্তনের দাবীতে বুধবার ব্যাংকের সামনে বিক্ষোভ প্রদর্শন এলাকাবাসীর।উল্লেখ্য দিন কয়েক আগে গ্রাহক সেবাকেন্দ্রের স্থান পরিবর্তনের দাবীতে পথ অবরোধ করে হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের মালিওর ২ গ্রাম পঞ্চায়েতের জালালপুর গ্রামের বাসিন্দারা।এরপরেই বুধবার বারোদুয়ারী এলাকায় ব্যাংকের সামনে বিক্ষোভে সামিল হয় […]

আপনার পছন্দের সংবাদ