আরসিটিভি সংবাদ : প্রতিবছরই হিমালয়ান মাউন্টেনার্স ট্রেকার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে নদীর ধারে হাল্কা জঙ্গলে তাঁবু টাঙিয়ে প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন করা হয়ে থাকে। বর্তমানে শহরাঞ্চলে কংক্রিটের জগতে বড় হয় শিশু কিশোররা। সেক্ষেত্রে প্রকৃতির সাথে তৈরী হয় দূরত্ব। সেই বিষয়টিকে মাথায় রেখে প্রকৃতির কোলে বসে প্রকৃতিকে সার্বিকভাবে জানতেই এই আয়োজন।
আরও পড়ুন-কবে সচেতন হবেন মানুষ ?
রায়গঞ্জ কুলিক নদীর ধারে আবদুলঘাটা এলাকায় বেশ কয়েকটি তাঁবু টাঙিয়ে দুদিন ব্যাপী প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন করা হয়েছে। শনিবার হিমালয়ান মাউন্টেনার্স ট্রেকার্স অ্যাসোসিয়েশনের ১২ তম এই প্রকৃতি পাঠ শিবিরের উদ্বোধন করেন রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস। উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদিকা অপর্না চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী কৌশিক ভট্টাচার্য সহ রায়গঞ্জের পরিবেশপ্রেমীরা। হিমালয়ান মাউন্টেনার্স ট্রেকার্স অ্যাসোসিয়েশনের সম্পাদিকা অপর্ণা চক্রবর্তী জানিয়েছেন, এখানে শিশু কিশোর অর্থাৎ ৮ থেকে ১৪ বছর বয়সী ছেলেমেয়েরা অংশ নিয়েছে। শনি ও রবিবার দুদিন এই শিবিরে থাকবে শিশুসহ সংস্থার সদস্যরা। এদেরকে স্কাই ওয়াচিং, বার্ড ওয়াচিং সহ প্রকৃতি সম্পর্কে সম্যক ধারনা প্রদান করা হবে।
আরও পড়ুন-স্কুলে গরহাজিরা এবং পঠনপাঠনে নিষ্ক্রিয় থাকার অভিযোগে ,বেতন বন্ধের ঘোষণা শিক্ষা সংসদের
চার দেওয়ালের গন্ডীর মধ্যে আবদ্ধ থাকা খুদেরা নদীর ধারে খোলা আকাশের নীচে মুক্ত বাতাসের স্বাদ আস্বাদন করার পাশাপাশি প্রকৃতিকে পর্যবেক্ষণ করার সুযোগ পেয়ে ভীষন খুশী। গৈরিকা আচার্য নামে এক খুদে শিশু জানাল, আমরা ভীষন খুশী। এখানে আমরা গাছপালা, পশুপাখি চিনতে পারবো।
হিমালয়ান মাউন্টেনার্স ট্রেকার্স অ্যাসোসিয়েশনের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস। তিনি জানিয়েছেন, আমাদের সময় এসব সুযোগ ছিলনা। এখনকার শিশুদের এইভাবে প্রকৃতি পাঠ শিবিরের মাধ্যমে প্রকৃতি সম্পর্কে সচেতন করার উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়।