নিউজ ডেস্ক, ৩১ অক্টোবর : ছোটদের ওপর নিজেদের তৈরি সম্ভাব্য করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করতে চায় আমেরিকার বহুজাতিক কোম্পানি জনসন এন্ড জনসন। ১২ থেকে ১৮ বছর বয়সের শিশু কিশোর দের ওপর এই ভ্যাকসিন পরীক্ষা চালান হবে বলে জানা গেছে। আমেরিকার সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের সঙ্গে বৈঠকের পর জনসন এন্ড জনসনের পক্ষ থেকে এমন কথাই জানানো হয়েছে।
জনসন এন্ড জনসনের এক্সিকিউটিভ ডিরেক্টর ডঃ জেরি সাডাফ বলেন, আমাদের পরিকল্পনা অনুযায়ী যত দ্রুত সম্ভব শিশুদের ওপর ভ্যাকসিনের পরীক্ষা চালানো হবে। সেপ্টেম্বরেই পূর্ণ বয়স্কদের ওপর সম্ভাব্য করোনা ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল শুরু করে জনসন এন্ড জনসন। ওই ট্রায়ালে ৬০ হাজার স্বেচ্ছাসেবী অংশ নিয়েছে। অন্যদিকে, আরও এক মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার ইতিমধ্যেই শিশুদের ওপর করোনা ভ্যাকসিনের পরীক্ষা চালান শুরু করে দিয়েছে।