করোনা ভ্যাকসিনের পরীক্ষা ছোটদের উপর করতে চলেছে জনসন এন্ড জনসন

নিউজ ডেস্ক, ৩১ অক্টোবর :   ছোটদের ওপর নিজেদের তৈরি সম্ভাব্য করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করতে চায় আমেরিকার বহুজাতিক কোম্পানি জনসন এন্ড জনসন। ১২ থেকে ১৮ বছর বয়সের শিশু কিশোর দের ওপর এই ভ্যাকসিন পরীক্ষা চালান হবে বলে জানা গেছে। আমেরিকার সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের সঙ্গে বৈঠকের পর জনসন এন্ড জনসনের পক্ষ থেকে এমন কথাই জানানো হয়েছে।

জনসন এন্ড জনসনের এক্সিকিউটিভ ডিরেক্টর ডঃ জেরি সাডাফ বলেন, আমাদের পরিকল্পনা অনুযায়ী যত দ্রুত সম্ভব শিশুদের ওপর ভ্যাকসিনের পরীক্ষা চালানো হবে। সেপ্টেম্বরেই পূর্ণ বয়স্কদের ওপর সম্ভাব্য করোনা ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল শুরু করে জনসন এন্ড জনসন। ওই ট্রায়ালে ৬০ হাজার স্বেচ্ছাসেবী অংশ নিয়েছে। অন্যদিকে, আরও এক মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার ইতিমধ্যেই শিশুদের ওপর করোনা ভ্যাকসিনের পরীক্ষা চালান শুরু করে দিয়েছে।

Next Post

শেষ হাসি হাসবেন কে? রাষ্ট্রপতি নির্বাচনে নির্নয় করবে আমেরিকার কয়েকটি রাজ্য

Sun Nov 1 , 2020
নিউজ ডেস্ক, ০১ নভেম্বর :   আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের শেষ দৌড়ে দেশের মধ্য-পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্যগুলোর ভোটারদের উপর নির্ভর করছে চুড়ান্ত ফল।ফলে ওইসব অঞ্চলের মন জয়ের মরিয়া চেষ্টা চালাচ্ছে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন। এই রাজ্যগুলোর ভোটই নির্বাচনে জয়-পরাজয়ের ক্ষেত্রে বড় ভূমিকা নেবে বলে ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের। আইওয়া রাজ্যে আগ্রাসী মনোভাব […]

আপনার পছন্দের সংবাদ