জো বাইডেনের ট্রানজিশন ওয়েবসাইট চালু

জো বাইডেনের ট্রানজিশন ওয়েবসাইট চালু

নিউজ ডেস্ক , ০৫ নভেম্বর :  আমেরিকার ৪৬তম রাষ্ট্রপতি হিসেবে হোয়াইট হাউজের কাছাকাছি পৌঁছে গিয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। সরকার গঠনের জন্য তিনি একটি ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছেন ইতিমধ্যেই।

জানা গিয়েছে, আমেরিকায় এক রাষ্ট্রপতি থেকে অপর রাষ্ট্রপতির কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রেসিডেন্সিয়াল ট্রানজিশন গঠন করা হয়। সেই লক্ষ্যেই ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছেন বাইডেন। ওয়েবসাইটি উল্লেখ করা হয়েছে , মহামারি থেকে শুরু করে অর্থনৈতিক মন্দা, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বর্ণ বৈষম্যমূলক অবিচার পর্যন্ত নানা সমস্যায় জর্জরিত আমেরিকা । আর তাই ট্রানজিশনাল দল এখন থেকেই সমস্যা সমাধানে প্রস্তুতি নেওয়া শুরু করে দেবে। এর ফলে দায়িত্ব পাওয়ার সাথে সাথেই কাজ চালু করে দেওয়া সম্ভব হবে বাইডেনের পক্ষে।

Next Post

ট্যুইটে "গণপথ" এর মোশন পোস্টার সেয়ার। অ্যাকশনের নয়া অবতারে টাইগার স্রফ

Thu Nov 5 , 2020
নিউজ ডেস্ক , ০৫ নভেম্বর : বাগী ৩’ এর দুর্দান্ত অ্যাকশন সিক্যুয়েন্স নিয়ে প্রশংসিত হয়েছেন।টাইগার স্রফ। ‘আনভিলিভেবল’ গানের মধ্যে দিয়ে এক নতুন অবতারে দেখা মিলছে তার। আজ স্যোশাল মিডিয়ায় আরও বেশি অ্যাকশন সিক্যুয়েন্সে তৈরি বিকাশ বেহলের প্রোজেক্ট “গণপথ” ছবির মোশন পোস্টার পোস্ট করলেন তিনি। ট্যুইটারে এই পোস্ট সেয়ারের পর থেকেই […]

আপনার পছন্দের সংবাদ