নিউজ ডেস্ক, ০৮ নভেম্বর : আমেরিকার নতুন রাষ্ট্রপতি হতে চলেছেন জো বাইডেন। বারাক ওবামার প্রেসিডেন্ট থাকাকালীন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ভার সামলেছেন জো। সে সময় স্বাভাবিকভাবেই সেকেন্ড লেডি ছিলেন জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন। এবার তিনি ফার্স্ট লেডি হবেন। জিল বাইডেন পেশায় অধ্যাপিকা । তিনি যুক্ত রয়েছেন সমাজসেবামূলক নানা কাজেও।
ফার্স্ট লেডি হলেও তা যে তার জীবনযাত্রায় কোনো প্রভাব ফেলবে না , তা আগেভাগেই বুঝিয়ে বলেছেন জিল। বিগত দিনেও আট বছর আমেরিকার সেকেন্ড লেডি থাকার সময়েও তার অন্যথা হয় নি। এবার ফার্স্ট লেডি হয়েও হোয়াইট হাউসের দায়িত্ব সামলানোর পাশাপাশি পারিশ্রমিক নিয়ে শিক্ষকতাও করবেন তিনি বলে খবর । নর্দান ভার্জিনিয়া কমিউনিটি কলেজের ইংরেজি বিষয়ের অধ্যাপিকা ড. জিল বাইডেন। সবকিছু ঠিকঠাক চললে ২৩১ বছরের ইতিহাসে ড. জিল বাইডেন তাঁর নিজের রেকর্ড গড়বেন। জিল বাইডেনই হবেন এমন একজন ফার্স্ট লেডি যিনি পারিশ্রমিক নিয়ে অন্য চাকরি ধরে রাখছেন। সেই সঙ্গে তিনিই হবেন প্রথম ফার্স্ট লেডি, যাঁর রয়েছে ডক্টরেট ডিগ্রি।