
নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ২১ জানুয়ারী : গোপন সূত্রে খবর পেয়ে তিনজনের এক ডাকাত দলকে গ্রেফতার করল ইটাহার থানার পুলিশ। বুধবার গভীর রাতে ইটাহার থানার কামারডাঙ্গা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এলাকার একটি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির পরিকল্পনা ছিল ওই ডাকাতদলের। বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ইটাহার থানার কামারডাঙ্গা গ্রামে অভিযান চালায় পুলিশ। তিনজনকে আটক করতে পারলেও দলে থাকা বাকিরা পালিয়ে যায়।
উল্লেখ্য, বুধবার সর্ষের ক্ষেত থেকে প্রচুর পরিমানে বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। জানা গিয়েছে, বুধবার ইটাহার থানার শুলিয়া পাড়া এলাকায় জাতীয় সড়ক থেকে প্রায় ২০০ মিটার দূরে একটি সর্ষে ক্ষেতে ব্যাগের মধ্যে থেকে প্রচুর সংখ্যক বোমা উদ্ধার করে ইটাহার থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সিআইডি টিম এবং বোম স্কোয়াডের সদস্যরা। বোমগুলিকে উদ্ধার করার পাশাপাশি এলাকারই একটি ফাঁকা মাঠে বোমগুলি নিষ্ক্রিয় করেন পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে ওঠেন এলাকাবাসীরা। এরপরই অভিযানে নামে ইটাহার থানার বিশাল পুলিশবাহিনী। এরপরই পুলিশি অভিযানে বড়সরো সাফল্য পেলো ইটাহার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির পরিকল্পনা ছিল ওই ডাকাত দলের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযানে নামে ইটাহার থানার পুলিশ। পুলিশি অভিযানে ইটাহার থানার কামারডাঙা গ্রাম থেকে ডাকাত দলের ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হন পুলিশকর্মীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হলো মিঠুন চৌধুরী, বিশ্বনাথ মন্ডল, সইফুল রহমান। এদের মধ্যে মিঠুন ও বিশ্বনাথের বাড়ি বিহারের কাটিহার এলাকায়। অপর এক ধৃত সইফুলের বাড়ি ইটাহারের কামারডাঙ্গা এলাকায়।ধৃতদের কাছ থেকে দুটি পিস্তল, ৫ রাউন্ড গুলি, পাঁচটি মোবাইল, গ্যাস কাটার সহ ধারালো অস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হলে বিচারক ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
