নিউজ ডেস্ক : করোনা আবহে থমকে গিয়েছে সবকিছু। এমনকি সাময়িক স্থগিত রাখা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট সুপারলিগ আই-পি-এল। তবে ভারতের মাটিতে নয় সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে আগামী ১৯ শে সেপ্টেম্বর থেকে শুরূ হবে আই-পি-এল। প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংস। কোলকাতা নাইট রাইডার্স ২১ শে সেপ্টেম্বর মুখোমুখি হবে বিরাটের রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের।
এরই মাঝে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে গিয়েছে টিম কে কে আর। প্রথমে মুম্বাই, সেখান থেকে বৃহস্পতিবার চার্টার্ড বিমানে রওনা দেন কে কে আরের তারকারা। বৃহস্পতিবার পৌঁছে তারা প্রত্যেকেই হোম আইসোলেশনে চলে যান। ছয় দিনের আইসোলেশনে থাকতে হবে তাদের। এর মাঝে তিনবার হবে কোভিড টেস্ট। ফল নেগেটিভ এলে তবেই ছাড়পত্র মিলবে প্রস্তুতির।
তবে মন খারাপ বঙ্গবাসীর। তাদের প্রিয় কে কে আর এর খেলা হবে কিন্তু ফাঁকা থাকবে ইডেন। ক্যাপ্টেন দিনেশ কার্তিক নিজের ট্যুইটারে লিখেছেন “কোলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেনে সমর্থকদের ভিড় মিস করবে। আমরা গত কয়েকমাস ব্যাপকভাবে খেলিনি। হ্যাঁ, সামনের রাস্তাটা হয়তো বাঁধায় ভরা। তবে আমরা নিজেদের সবটা উজাড় করে খেলবো বলে প্রতিজ্ঞা করছি।” অন্যদিকে মনখারাপ সমর্থকদেরও। রায়গঞ্জের এক কে কে আর সমর্থক বলেছেন “প্রতি বছরই আই পি এল খেলাটা ইডেনে বসে উপভোগ করি, কিন্তু করোনা আবহে বদলে গিয়েছে সবকিছু। এবার আর মাঠে বসে খেলাটা উপভোগ করা হলো না। নিজের প্রিয় দলকে সমর্থন করবো ঘরে বসেই। তবে করোনাকে হারিয়ে আগামী বছরগুলোতে যেন ঘরের মাঠেই এই সুপার টুর্নামেন্টের আয়োজন করা হয় এই প্রার্থনা করছি।”