ইয়ুথ ক্লাবের পুজোকে ঘিরে উন্মাদনা ইটাহারে

নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ১৯ অক্টোবর :  কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার। অন্যান্য বছর রথযাত্রার পরের দিন খুঁটি পুজোর মাধ্যমে শুরূ হয়ে যায় বাঙালির দুর্গাপূজার প্রস্তুতি। ব্যস্ততা চরমে ওঠে পুজো উদ্যোক্তাদের। কিন্তু করোনার থাবায় এবছর পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। পুজোর আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও ব্যস্ততা নেই পুজো উদ্দ্যোক্তাদের।

এবছর করোনা সংক্রমণ রোধে লকডাউন, প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতির মুখে সর্বস্তরের মানুষ। লকডাউনের ফলে নিস্তব্ধতা বিরাজ করছে চারিদিকে। পুজো প্রস্তুতির খোঁজ খবর নিতে আর সি টিভি সংবাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলো ইটাহার স্কুল পাড়ায় অবস্থিত ইয়ুথ ক্লাবের পুজো প্রস্তুতিতে। ইটাহারেও জোর কদমে প্রস্তুতি চলছে দুর্গাপুজোর। ইটাহারের দুর্গাপুজো কমিটিগুলোর শেষ মুহুর্তের প্রস্তুতি তুঙ্গে। ইটাহার স্কুল পাড়ায় অবস্থিত ইয়ুথ ক্লাবের পুজো এবারে ১৫ তম বর্ষে পদার্পণ করল। জোরকদমে চলছে পূজা মন্ডপ তৈরির কাজ। ক্লাবের সদস্যরা সকলে মিলে তদারকি করে প্রস্তুতির কাজ দেখাশোনা করছেন। পুজো কমিটির সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য জানান, ইটাহার ইয়ুথ ক্লাবের পুজো এবারে ১৫ তম বর্ষে পা রাখল। এবছর করোনা আবহে বাজেট কমিয়ে পূজা ছোট করা হচ্ছে। শেষ মূহুর্তের প্রস্তুতির কাজ চলছে পুজো মণ্ডপে। মুখ্যমন্ত্রীর দেওয়া ৫০,০০০ টাকা অনুদান পেয়ে খুশি পুজো উদ্যোক্তারা। তবে এবছর করোনা আবহে ভিড় এড়াতে রাজ্য সরকারের সমস্ত নির্দেশিকা মেনে পূজা করার পাশাপাশি সরকারি সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই দর্শনার্থীদের পূজা মন্ডপে প্রবেশ করানো হবে।

Next Post

লাদাখে ভারতীয় জওয়ানদের হাতে আটক চিনা জওয়ান

Mon Oct 19 , 2020
নিউজ ডেস্ক , ১৯ অক্টোবর :  লাদাখের ডেমচক এলাকায় ভারতীয় ভূখণ্ড থেকে এক চিনা জওয়ানকে আটক করল ভারতীয় সেনা। তাঁর কাছ থেকে সেনা পরিচয়পত্র ও চিনা নাগরিকত্বের নথি মিলেছে। কী উদ্দেশ্যে বা কাদের সঙ্গে দেখা করতে ওই চিনা জওয়ান ভারতীয় ভূখণ্ডে এসেছিলেন তা খতিয়ে দেখছে সেনার পদস্থ আধিকারিকেরা। সূত্রে খবর, […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম