নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ০২ নভেম্বর : আদিবাসী সম্প্রদায়ের করম পুজো উপলক্ষ্যে আদিবাসী নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হল ইটাহারে। রবিবার সন্ধ্যা রাতে ইটাহার ব্লকের জয়হাট অঞ্চলের খেসড়াদিঘী এলাকার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে করম পুজা কমিটি।
এদিনের অনুষ্ঠানে ইটাহার ব্লক সহ জেলা ও জেলার বাইরের অন্যান্য ব্লকের বেশ কিছু আদিবাসী নাচের দল অংশ গ্রহন করে। অনুষ্ঠানের শেষে স্থানাধিকারী নৃত্য দলের হাতে পুরস্কার তুলে দেন মোশারফ হুসেন সহ উপস্থিত ব্যাক্তিরা। এদিনের কর্মসূচিতে মোশারফ সাহেব ছাড়াও উপস্থিত ছিলেন কমিটির সভাপতি রমেন মার্ডি, বারকা মুর্মু, গ্রাম পঞ্চায়েত প্রধান প্রশান্ত বর্মন, পঞ্চায়েত সমিতির দলনেতা নজিবর রহমান, জামিন মুমু সহ অন্যান্যরা। উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোশারফ হুসেন জানিয়েছেন, ইটাহার ব্লকের জয়হাট অঞ্চলের খেসড়াদিঘী এলাকার মাঠে প্রতিবছরের ন্যায় এ বছরও আদিবাসী নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তবে করোনা আবহে এবছরও সামাজিক দূরত্ববিধি মেনে আয়োজন করা হয়েছে এই নৃত্য প্রতিযোগিতার। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার বিভিন্ন দল অংশ নিয়েছে এদিনের এই প্রতিযোগিতায়। আগামী দিনে আরো বৃহৎ আকারে এই প্রতিযোগিতার আয়োজন করা হবে। এদিন এই প্রতিযোগিতা দেখতে ভীড় জমিয়েছিলেন সাংস্কৃতিক প্রেমী বহু মানুষেরা।