নিউজ ডেস্ক, ০৮ নভেম্বর : চীন দেশের সাথে সীমান্ত নিয়ে ঝামেলা চলছে দীর্ঘদিন ধরেই।তারই জেরে কমিউনিস্ট দেশটির সাথে পণ্য বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ভারত। সেই কারনে সুফল মিলছে ভারতের অর্থনৈতিক পরিকাঠামোতে।
ফলতঃ নিজেদের প্রয়োজন মেটানোর পাশাপাশি বিশ্ববাজারে টিকে থাকার জন্য নতুন করে কলকারখানা তৈরির প্রতি জোর দিচ্ছে ভারত সরকার। আর চীনের উপর নির্ভর নয়,নিজেদেরই মেটাতে হবে নিজেদের প্রয়োজন। গত কয়েক বছর ধরেই ভারতের বাজারে চীনা দ্রব্যের একচেটিয়া আধিপত্য ছিল।বিশেষজ্ঞ রা বলছেন,ভারত একটি প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশ। দেশটির এই সম্পদই অর্থনীতির মেরুদণ্ড। তা ছাড়া এখানকার অর্থনৈতিক বাজারও সুবিশাল।
চীনের সঙ্গে দ্বন্দ্বের জেরে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ভারতের নতুন অর্থনৈতিক সম্পর্ক তৈরি হওয়ার একটি সুযোগ তৈরি হয়েছে। আর এর জন্য ভারতকে দক্ষ শ্রমিক এবং প্রচলিত কর্মপন্থা সংস্কার করতে হবে। তাই চীনকে টক্কর দেওয়ার সব সম্ভাবনাকেই এখন ব্যবহার করতে উদ্যত হয়েছে সরকার। এখন দেখা যাক আগামী কয়েকবছরে কি ঘটে অর্থনৈতিক মানচিত্রে।